এবার পালটা অভিযোগ আরেক শ্রমিক সংগঠনের নেতাদের
jugantor
নেত্রকোনায় সড়কে চাঁদাবাজি
এবার পালটা অভিযোগ আরেক শ্রমিক সংগঠনের নেতাদের

  নেত্রকোনা প্রতিনিধি  

২২ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

নেত্রকোনায় বালুবাহী ট্রাক ও লরি থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে ‘জেলা ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’ নামের একটি সংগঠন। এতে ‘নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের’ বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শহরের বারহাট্টা রোড এলাকায় জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পালটা সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন, আয়োজক সংগঠনের সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় সভাপতি মো. আবদুল কুদ্দুস, কার্যকরী সভাপতি শাহজাহান, সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক শিবলি সাদিক, সহসম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সলতু মিয়া উপস্থিত ছিলেন। এর আগে রোববার বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া লালমিয়া দোকান এলাকায় জেলা ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন চাঁদাবাজির অভিযোগ তুলে কর্মসূচি পালন করে। সংবাদ সম্মেলনে মো. সাইফুল ইসলাম উল্টো অভিযোগ তুলে জানান, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন কখনো চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িত নয়।

নেত্রকোনায় সড়কে চাঁদাবাজি

এবার পালটা অভিযোগ আরেক শ্রমিক সংগঠনের নেতাদের

 নেত্রকোনা প্রতিনিধি 
২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নেত্রকোনায় বালুবাহী ট্রাক ও লরি থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে ‘জেলা ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’ নামের একটি সংগঠন। এতে ‘নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের’ বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শহরের বারহাট্টা রোড এলাকায় জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পালটা সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন, আয়োজক সংগঠনের সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় সভাপতি মো. আবদুল কুদ্দুস, কার্যকরী সভাপতি শাহজাহান, সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক শিবলি সাদিক, সহসম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সলতু মিয়া উপস্থিত ছিলেন। এর আগে রোববার বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া লালমিয়া দোকান এলাকায় জেলা ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন চাঁদাবাজির অভিযোগ তুলে কর্মসূচি পালন করে। সংবাদ সম্মেলনে মো. সাইফুল ইসলাম উল্টো অভিযোগ তুলে জানান, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন কখনো চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িত নয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন