সাপাহারে স্বামী-স্ত্রীর ৫ বছর করে কারাদণ্ড
মিথ্যা ধর্ষণ মামলা
নওগাঁ প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁর সাপাহারে মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে মামলার বাদী ও তার স্বামীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই দম্পতি হলেন, বাদী মনোয়ারা খাতুন ও তার স্বামী আফসার আলী। ওই দম্পতি নওগাঁর সাপাহার উপজেলার নুরপুর গ্রামের গ্রামের বাসিন্দা। রায়ের সময় আসামি আফসার আলী আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত অপর আসামি আফসার আলীর স্ত্রী মনোয়ারা খাতুনের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৬ এপ্রিল সাপাহার উপজেলা সদরের সাপাহার গ্রামের ওসমান গণি নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন একই গ্রামের মনোয়ারা খাতুন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মিথ্যা ধর্ষণ মামলা
সাপাহারে স্বামী-স্ত্রীর ৫ বছর করে কারাদণ্ড
নওগাঁর সাপাহারে মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে মামলার বাদী ও তার স্বামীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই দম্পতি হলেন, বাদী মনোয়ারা খাতুন ও তার স্বামী আফসার আলী। ওই দম্পতি নওগাঁর সাপাহার উপজেলার নুরপুর গ্রামের গ্রামের বাসিন্দা। রায়ের সময় আসামি আফসার আলী আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত অপর আসামি আফসার আলীর স্ত্রী মনোয়ারা খাতুনের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৬ এপ্রিল সাপাহার উপজেলা সদরের সাপাহার গ্রামের ওসমান গণি নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন একই গ্রামের মনোয়ারা খাতুন।