শেরপুরে ছাত্রী ধর্ষণে মামলা
শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মঙ্গলবার আশরাফ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, শনিবার বাড়িতে কেউ না থাকায় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে আশরাফ আলী। পরে ওই ছাত্রী তার দাদিকে বিষয়টি জানায়। এ সময় ওই ছাত্রীর বাবা আশরাফ আলীর পরিবারকে বিষয়টি জানালে ধর্ষণের কথা কাউকে না বলার জন্য চাপ সৃষ্টি করে জোরপূর্বক সাদা কাগজে টিপসই নেয়। পরে মঙ্গলবার আশরাফ আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শেরপুরে ছাত্রী ধর্ষণে মামলা
শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মঙ্গলবার আশরাফ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, শনিবার বাড়িতে কেউ না থাকায় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে আশরাফ আলী। পরে ওই ছাত্রী তার দাদিকে বিষয়টি জানায়। এ সময় ওই ছাত্রীর বাবা আশরাফ আলীর পরিবারকে বিষয়টি জানালে ধর্ষণের কথা কাউকে না বলার জন্য চাপ সৃষ্টি করে জোরপূর্বক সাদা কাগজে টিপসই নেয়। পরে মঙ্গলবার আশরাফ আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।