মহেশখালীতে ২০০ হেক্টর বনভূমি দখলমুক্ত
চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জে গাছ কেটে জবরদখলে ঘের করা প্রায় ২০০ হেক্টর বনভূমি দখল মুক্ত করল বনকর্মীরা। গত তিন দিন (২৩ থেকে ২৭ মার্চ) অভিযান চালিয়ে মহেশখালীর পানিরছড়ার পশ্চিমে গোরকঘাটা রেঞ্জের ঝাপুয়া বিটের আমবস্যাখালী মৌজার বগাচত্তর ও আন্দারঘোনা এলাকায় অভিযান চালিয়ে এসব বনভূমি দখল মুক্ত করা হয়। এ সময় দখলকাররা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। অভিযানকারীরাও আত্মরক্ষায় শত রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মহেশখালীতে ২০০ হেক্টর বনভূমি দখলমুক্ত
চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জে গাছ কেটে জবরদখলে ঘের করা প্রায় ২০০ হেক্টর বনভূমি দখল মুক্ত করল বনকর্মীরা। গত তিন দিন (২৩ থেকে ২৭ মার্চ) অভিযান চালিয়ে মহেশখালীর পানিরছড়ার পশ্চিমে গোরকঘাটা রেঞ্জের ঝাপুয়া বিটের আমবস্যাখালী মৌজার বগাচত্তর ও আন্দারঘোনা এলাকায় অভিযান চালিয়ে এসব বনভূমি দখল মুক্ত করা হয়। এ সময় দখলকাররা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। অভিযানকারীরাও আত্মরক্ষায় শত রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।