খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সারিয়াকান্দিতে প্রবাসী হত্যা
বগুড়া ব্যুরো
২৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়ার সারিয়াকান্দিতে প্রবাসী নজরুল ইসলামকে ১ মার্চ বিষ খাইয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বজনরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী জামেদা বেগম আদালতে হত্যা মামলা করেছেন। সূত্র জানায়, নজরুল ইসলাম সৌদি আরবে চাকরি করতেন। সেখানে থাকা অবস্থায় তাদের সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের গোলালবাতান গ্রামের জ্যাঠা মেয়ে সীমা আকতারের (৩২) সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে নজরুল ইসলাম বাড়িতে ফিরলে সীমা আকতার তাকে নগদ সাত লাখ টাকা, পৌনে পাঁচ লাখ টাকা মূল্যের সোনার গহনা ও অন্যান্য মালামালসহ তাদের বাড়িতে নিয়ে যান। পরে কয়েকজন তিন লাখ টাকা মোহরানায় সীমার সাথে নজরুলের বিয়ে দেন। এরপর ভয়ভীতি দেখিয়ে নজরুলকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। ১ মার্চ টাকা ফেরত দেওয়ার নামে নজরুলকে সীমা আকতারের ভগ্নিপতি গাবতলীর শিলদহবাড়ি গ্রামের সাজু মিয়ার বাড়িতে ডেকে নেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সারিয়াকান্দিতে প্রবাসী হত্যা
খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
বগুড়ার সারিয়াকান্দিতে প্রবাসী নজরুল ইসলামকে ১ মার্চ বিষ খাইয়ে হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বজনরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী জামেদা বেগম আদালতে হত্যা মামলা করেছেন। সূত্র জানায়, নজরুল ইসলাম সৌদি আরবে চাকরি করতেন। সেখানে থাকা অবস্থায় তাদের সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের গোলালবাতান গ্রামের জ্যাঠা মেয়ে সীমা আকতারের (৩২) সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে নজরুল ইসলাম বাড়িতে ফিরলে সীমা আকতার তাকে নগদ সাত লাখ টাকা, পৌনে পাঁচ লাখ টাকা মূল্যের সোনার গহনা ও অন্যান্য মালামালসহ তাদের বাড়িতে নিয়ে যান। পরে কয়েকজন তিন লাখ টাকা মোহরানায় সীমার সাথে নজরুলের বিয়ে দেন। এরপর ভয়ভীতি দেখিয়ে নজরুলকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। ১ মার্চ টাকা ফেরত দেওয়ার নামে নজরুলকে সীমা আকতারের ভগ্নিপতি গাবতলীর শিলদহবাড়ি গ্রামের সাজু মিয়ার বাড়িতে ডেকে নেন।