শিক্ষকের মুক্তি দাবি শিক্ষক সমিতির
দেবিদ্বারে ছাত্রীর শ্লীলতাহানি
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেবিদ্বারের মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে আটক প্রধান শিক্ষক মোকতল হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। মোকতল হোসেন এই সমিতির সাধারণ সম্পাদক। মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন শেষে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষক নেতারা বলেন, গত ১৫ মার্চ মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ এনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দিনভর একটি সংঘবদ্ধচক্র বিদ্যালয়ে ভাঙচুর, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাতে কুমিল্লার পুলিশ সুপার প্রধান শিক্ষককে উদ্ধার করেন। এ ঘটনার পর দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ‘শ্লীলতাহানির’ অভিযোগে থানায় মামলা করলে মোকতল হোসেনকে কারাগারে প্রেরণ করে পুলিশ। তারা আরও বলেন, ওই ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত ও সাজানো। এদিকে ভিকটিম ছাত্রীর বাবা বলেন, শিক্ষক নেতারা আমার মেয়ের কোনো খোঁজখবর না নিয়ে উল্টো ওই প্রধান শিক্ষককে বাঁচাতে মানববন্ধন করেছে। এটা খুবই দুঃখজনক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দেবিদ্বারে ছাত্রীর শ্লীলতাহানি
শিক্ষকের মুক্তি দাবি শিক্ষক সমিতির
দেবিদ্বারের মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে আটক প্রধান শিক্ষক মোকতল হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। মোকতল হোসেন এই সমিতির সাধারণ সম্পাদক। মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন শেষে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষক নেতারা বলেন, গত ১৫ মার্চ মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ এনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দিনভর একটি সংঘবদ্ধচক্র বিদ্যালয়ে ভাঙচুর, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাতে কুমিল্লার পুলিশ সুপার প্রধান শিক্ষককে উদ্ধার করেন। এ ঘটনার পর দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ‘শ্লীলতাহানির’ অভিযোগে থানায় মামলা করলে মোকতল হোসেনকে কারাগারে প্রেরণ করে পুলিশ। তারা আরও বলেন, ওই ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত ও সাজানো। এদিকে ভিকটিম ছাত্রীর বাবা বলেন, শিক্ষক নেতারা আমার মেয়ের কোনো খোঁজখবর না নিয়ে উল্টো ওই প্রধান শিক্ষককে বাঁচাতে মানববন্ধন করেছে। এটা খুবই দুঃখজনক।