সংক্ষিপ্ত সংবাদ
jugantor
সংক্ষিপ্ত সংবাদ

   

০২ এপ্রিল ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই ইউপি সদস্য আটক

টাঙ্গাইলে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে, দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিগাড়ি গ্রামের দিওর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকরামুল হক ও মো. মোক্তার হোসেন। বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকালে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়। যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

দুর্গাপুরে ভেজা বালু পরিবহণের অপরাধে ২ লাখ টাকা অর্থদণ্ড

দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভেজা ও ওভারলোড বালু পরিবহণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১নং বালু ঘাটের বিডারকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। শনিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

মোংলায় বিদেশি সিগারেটসহ কালোবাজারি আটক

শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক কালোবাজারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার কানাইনগর গুচ্ছগ্রাম পশুর নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আটক করা হয়। এ বিষয় মোংলা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বিদেশি জাহাজ ও সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেটের চালান আসছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালোবাজারি চক্রের সদস্যরা পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন নামে একজনকে আটক করা হয়। মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক যুবকের মৃত্যু

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অনিক চন্দ্র কোচ নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নলুয়া বাজারের বাইসাইকেল গ্যারেজের ছাদে এ দুর্ঘটনা ঘটে। অনিক চন্দ্র উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সতীন্দ্র চন্দ্র কোচের ছেলে এবং নলুয়া বাজারে শ্রীবাস সরকারের বাইসাইকেল গ্যারেজের মেকানিক। ওই দোকানের মালিক জানান, শুক্রবার রাত ৯টার দিকে অনিল ও তার বন্ধুরা মিলে দোকানের ছাদে পিকনিকের আয়োজন করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সংক্ষিপ্ত সংবাদ

  
০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই ইউপি সদস্য আটক

টাঙ্গাইলে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে, দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিগাড়ি গ্রামের দিওর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকরামুল হক ও মো. মোক্তার হোসেন। বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকালে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়। যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

দুর্গাপুরে ভেজা বালু পরিবহণের অপরাধে ২ লাখ টাকা অর্থদণ্ড

দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভেজা ও ওভারলোড বালু পরিবহণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১নং বালু ঘাটের বিডারকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। শনিবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

মোংলায় বিদেশি সিগারেটসহ কালোবাজারি আটক

শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক কালোবাজারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার কানাইনগর গুচ্ছগ্রাম পশুর নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আটক করা হয়। এ বিষয় মোংলা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বিদেশি জাহাজ ও সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেটের চালান আসছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালোবাজারি চক্রের সদস্যরা পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন নামে একজনকে আটক করা হয়। মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক যুবকের মৃত্যু

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অনিক চন্দ্র কোচ নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নলুয়া বাজারের বাইসাইকেল গ্যারেজের ছাদে এ দুর্ঘটনা ঘটে। অনিক চন্দ্র উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সতীন্দ্র চন্দ্র কোচের ছেলে এবং নলুয়া বাজারে শ্রীবাস সরকারের বাইসাইকেল গ্যারেজের মেকানিক। ওই দোকানের মালিক জানান, শুক্রবার রাত ৯টার দিকে অনিল ও তার বন্ধুরা মিলে দোকানের ছাদে পিকনিকের আয়োজন করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন