গাইবান্ধায় চেম্বার অব কমার্সের নির্বাচন

 গাইবান্ধা প্রতিনিধি 
২৯ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজস্ব মিলনায়তনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তিনটি প্যানেলে অর্ডিনারি গ্রুপে ২৮ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার রাত ১১টার সময় এই নির্বাচনের ফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার আলমগীর হোসেন। নির্বাচনে অর্ডিনারি গ্রুপে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন-খান সাইদ হোসেন জসিম, বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, মোস্তাক আহমেদ রঞ্জু, সামিউল ইসলাম সুমেল, নওশের আলম, আব্দুল লতিফ হক্কানী, আব্দুর রশিদ ৩৮৯ (৭ম) কামাল হোসেন, সাহিদাৎ দোহা চৌধুরী, আব্দুস সবুর সরকার, অনুপ সাহা, শহিদুল ইসলাম শান্ত। অ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচিতরা হচ্ছেন-তৌহিদুর রহমান মিলন, হাসান মাহমুদ জনি, আলী কাওছার সরকার, দীপঙ্কর সাহা বাপ্পা, ইমরান কবির শামীম, এএসএম তাসফির রহমান ইথার।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন