গোবিন্দগঞ্জে অপহৃতা উদ্ধার সাদুল্লাপুরে ধর্ষক গ্রেফতার

 গাইবান্ধা প্রতিনিধি 
২৯ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুরে পৃথক ঘটনায় দুই স্কুলছাত্রীকে উদ্ধার ও ১ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সাদুল্যাপুর থানার অভিযোগ থেকে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার হিংগারপাড়া এলাকার আব্দুল জলিল। তার ১০ শ্রেণিতে পড়ুয়া মেয়ে পীরগঞ্জ বিশ্বপুর গ্রামের প্রভাত চন্দ্রের কাছে প্রাইভেট পড়তে। তার কোচিং সেন্টার পড়ার সুযোগে প্রভাত ২৩ মার্চ রাতে মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে। এতে সে গর্ভবতী হয়ে পড়লে মেয়েটি তার পিতামাতার কাছে ঘটনা খুলে বলে। এ ব্যাপারে ২৭ মে মেয়ের পিতা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ রোববার ২৮ মে ভোরে অভিযান চালিয়ে ধর্ষক প্রভাত চন্দ্রকে গ্রেফতার করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায় এবং ধর্ষককে আদালতের কাছে সোপর্দ করে। সাদুল্যাপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, থানায় মামলার পরিপ্রেক্ষিতে আমরা মেয়েটিকে উদ্ধার করেছি এবং ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে গোবিন্দগঞ্জে কালিতলা নলডাংগা গোবিন্দপুর এলাকার আরিফুল ইসলামের ১০ম শ্রেণি পড়ুয়া মেয়ে ৩০ মার্চ ওই এলাকার বখাটে সাহাদৎ হোসেন রানা তার বন্ধুদের নিয়ে মেয়েটির মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটির পিতা আরিফুল ইসলাম বাদী হয়ে ৪ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। দীর্ঘ ১ মাস পর ২৭ মে রাতে পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার চৌমাথা মোড় থেকে অপহৃতা মেয়েটিকে উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল আহম্দে জানান, অপহৃতাকে উদ্ধার করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন