১৩ দফা দাবিতে সুন্দরগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ সরকারি কলেজে ১৩ দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ করে মূলফটকে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। সুন্দরগঞ্জ কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান জানান, ডিড রাইটার সরকারি কলেজের শিক্ষার্থীরা নানা সমস্যায় জর্জরিত। কলেজে বাথরুমগুলো এতো অপরিষ্কার থাকে, সেখানে যাওয়া কঠিন হয়ে পড়ে। তারপরও আমরা দীর্ঘদিন ধরে বাথরুম ব্যবহার করতে বাধ্য হচ্ছি। কলেজে নেই আলাদা কোনো কমন রুম। ছেলেমেয়েদের একটি কমন রুম ব্যবহার করতে হয়। দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাসহ ১৩ দফা দাবিতে কলেজের মূলফটকে তালা লাগিয়ে দেয় এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও কলেজ চত্বরে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
১৩ দফা দাবিতে সুন্দরগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
২৯ মে ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ সরকারি কলেজে ১৩ দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ করে মূলফটকে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। সুন্দরগঞ্জ কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান জানান, ডিড রাইটার সরকারি কলেজের শিক্ষার্থীরা নানা সমস্যায় জর্জরিত। কলেজে বাথরুমগুলো এতো অপরিষ্কার থাকে, সেখানে যাওয়া কঠিন হয়ে পড়ে। তারপরও আমরা দীর্ঘদিন ধরে বাথরুম ব্যবহার করতে বাধ্য হচ্ছি। কলেজে নেই আলাদা কোনো কমন রুম। ছেলেমেয়েদের একটি কমন রুম ব্যবহার করতে হয়। দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাসহ ১৩ দফা দাবিতে কলেজের মূলফটকে তালা লাগিয়ে দেয় এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও কলেজ চত্বরে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023