১৩ দফা দাবিতে সুন্দরগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন

 গাইবান্ধা প্রতিনিধি 
২৯ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ সরকারি কলেজে ১৩ দফা দাবিতে মানববন্ধন বিক্ষোভ করে মূলফটকে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। সুন্দরগঞ্জ কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান জানান, ডিড রাইটার সরকারি কলেজের শিক্ষার্থীরা নানা সমস্যায় জর্জরিত। কলেজে বাথরুমগুলো এতো অপরিষ্কার থাকে, সেখানে যাওয়া কঠিন হয়ে পড়ে। তারপরও আমরা দীর্ঘদিন ধরে বাথরুম ব্যবহার করতে বাধ্য হচ্ছি। কলেজে নেই আলাদা কোনো কমন রুম। ছেলেমেয়েদের একটি কমন রুম ব্যবহার করতে হয়। দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাসহ ১৩ দফা দাবিতে কলেজের মূলফটকে তালা লাগিয়ে দেয় এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও কলেজ চত্বরে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন