বখাটেকে ডিভোর্সের পর পুনরায় বিয়ে

ধুনটে শাসন করায় ছাত্রীর আত্মহত্যা

 বগুড়া ব্যুরো 
২৯ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বগুড়ার ধুনটে বিবাহিত বখাটে যুবককে দ্বিতীয় দফা বিয়ে করা নিয়ে বাবা-মা শাসন করায় সুমাইয়া আকতার বাসনা (১৫) নামে দশম শ্রেণির স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই উত্তরপাড়ায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে কীভাবে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ধুনট থানার এসআই শহিদুল ইসলাম জানান, সুমাইয়া আকতার বাসনা বগুড়ার ধুনট উপজেলার কাদাই উত্তরপাড়া গ্রামের বাদশা প্রামানিকের মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের সময় সরুগ্রামের বিবাহিত বিপ্লবের প্রেমে পড়ে। বিপ্লব তার দুই স্ত্রীকে তালাক দিয়ে বাসনাকে পালিয়ে নিয়ে বিয়ে করে। ঈদুল ফিতরের আগে বিপ্লব পারিবারিক কলহে স্ত্রী বাসনাকে বেদম মারধর করে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন