সংগঠন সংবাদ

  
২৯ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মুজিবনগরে ছাত্রলীগের কমিটি : মেহেরপুরের মুজিবনগরে মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি শনিবার রাতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোনাখালী ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে স্বপন গাজীকে সভাপতি ও শামীম রেজা ওরফে শেখ বিজয়কে সম্পাদক করা হয়। মেহেরপুর প্রতিনিধি

পঞ্চগড়ে জাতীয় কৃষক সমিতির কমিটি : জাতীয় কৃষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি হিসাবে সুলতান উল নাঈম শুভ ও সাধারণ সম্পাদক হিসাবে হারুন অর রশিদের নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক হবিবর রহমান রোববার দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন। এ সময় কৃষ্ণ চন্দ্র রায়কে সাংগঠনিক সম্পাদক, আবু বকর সিদ্দিককে প্রচার সম্পাদক ও অম্বরিশ চন্দ্র রায়কে আইনবিষয়ক সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়। এই কমিটিকে অবিলম্বে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে। কৃষক নেতা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। পঞ্চগড় প্রতিনিধি

রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগের কমিটি : স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়েছে। রমেশ মারমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। সম্মেলনে রমেশ মারমাকে সভাপতি এবং মো. আরিফ উদ্দিনকে সম্পাদক করে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়। রাঙামাটি প্রতিনিধি

লামায় শ্রমিক লীগের কমিটি : বান্দরবানের লামা উপজেলা ও পৌর শাখা শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মুছা কোম্পানি সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা। সম্মেলনে মো. নাছির উদ্দিনকে সভাপতি ও মো. শাহেদ উদ্দিনকে সম্পাদক করে আংশিক উপজেলা কমিটি গঠন করা হয়। অপরদিকে উশৈইথোয়াই মারমাকে সভাপতি ও মো. নুরুল আবচার শামীমকে সম্পাদক করে আংশিক পৌর শহর কমিটি গঠন করা হয়। লামা (বান্দরবান) প্রতিনিধি

খাগড়াছড়িতে জেএসএসের সম্মেলন : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির ১৩তম জাতীয় সম্মেলন-২০২৩ শুরু হয়েছে। পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে রোবরার সকালে দলীয় পতাকা উত্তোলন করেন বিদায়ি কমিটির সহসভাপতি বিভুরঞ্জন চাকমা আর জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বিদায়ি কেন্দ্রীয় সভাপতি সুভাষ কান্তি চাকমা। তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিভুরঞ্জন চাকমা। খাগড়াছড়ি প্রতিনিধি

কমলনগরে ছাত্রলীগের ছয় ইউনিয়ন কমিটি বিলুপ্ত : মেয়াদোত্তীর্ণ হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের ৬ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শনিবার সন্ধ্যায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ৩ জুন সাহেবেরহাট, ১০ জুন চরলরেন্স, ১৬ জুন চরমার্টিন, ২১ জুন চরফলকন, ৭ জুলাই পাটারীরহাট ও ১৫ জুলাই তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সম্মেলনের দিন ধার্য করা হয়েছে। কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন