ধামরাইয়ে ইসলামবাদ দাওরায়ে মাদ্রাসা

অধ্যক্ষের বিচার দাবিতে সভা

 ধামরাই (ঢাকা) প্রতিনিধি 
০৭ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ঢাকার ধামরাইয়ে ইসলামবাদ নান্দেশ্বরী দারুল উলুম দাওরায়ে মাদ্রাসার ৩১ বছরের হিসাব ও ভুয়া এতিম দেখিয়ে সরকারি অর্থসহ বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাতের বিচার দাবিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সালামের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় পশ্চিম নান্দেশ্বরী বাসস্ট্যান্ড এলাকার প্রতিবাদী জনতা এ প্রতিবাদ সভা করেন। সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির সভাপতি সোহরাব হোসেন।

বক্তৃতাকালে বক্তারা বলেন, ১৯৯২ সালে মাওলানা আব্দুস সালাম মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সাল পর্যন্ত ৩১ বছরে কোনো প্রকার হিসাব নিকাশ দেননি। তিনি কোনো হিসাব রক্ষক না রেখে একাই সব দায়িত্ব পালন করেন।

তার কাছে হিসাব চাইলেও তিনি কোনো প্রকার হিসাব দেননি। শুধু বার্ষিক মাহফিলে হিসাব দিয়েই দায়িত্ব এড়িয়ে যান।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির গঠিত তদন্ত কমিটির তদন্তে তার বিরুদ্ধে ১১টি দুর্নীতির প্রমাণ মিললেও তার কোনো বিচার করা হয়নি। বরং ওই ম্যানেজিং কমিটি তাকে রাতের আঁধারে পালাতে সহায়তা করে আরেক নতুন বিতর্কের জন্ম দেয়। আমরা এর বিচার ও শাস্তি দাবি করছি। সেই সঙ্গে মাদ্রাসা ও এতিমদের কোটি টাকা ফিরে পাওয়ার দাবি করছি। এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. আরশেদ আলী, মো. মোসলেম উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ ব্যাপারে অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম বলেন, আমার বিরুদ্ধে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নানা প্রকার মিথ্যাচার করছে। আমি আত্মসম্মানের ভয়ে উক্ত মাদ্রাসা ছেড়েছি। আমি কোনো দোষী বা অপরাধী নই।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন