ভুরুঙ্গামারীতে উত্ত্যক্ত করায় যুবককে তুলে নিয়ে বর্বর নির্যাতন

 কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধি 
০৭ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে দুই হাত বেঁধে বর্বর নির্যাতন করা হয়েছে। এ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় উভয় পরিবার পৃথক মামলা করেছে। ঘটনাটি ঘটে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি নুরু মিয়ার ছেলে মোখলেছুর রহমান শান্ত নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বাড়ি যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। রোববার বিকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ভুরুঙ্গামারী সরকারি কলেজের কাছে মজনু মিয়ার বাড়ির সামনে শান্ত পথরোধ করে ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় ও জড়িয়ে ধরার চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করলে মজনু মিয়া গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। এ ঘটনার জেরে পরদিন সোমবার ওই মেয়ের পরিবারের লোকজন যুবক শান্তকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ডসংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজে নিয়ে যায়। সেখানে শান্তর দুহাত বেঁধে লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতে ভুরুঙ্গামারী থানায় শান্তকে আসামি করে একটি মামলা করেন মেয়ের বাবা। পরে শান্তকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

অপরদিকে বাড়ি থেকে তুলে এনে বর্বর নির্যাতনের ঘটনায় শান্তর বাবাও ভুরুঙ্গামারী থানায় একটি মামলা করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন