যুবলীগ নেতা জেম হত্যা মামলা

চাঁপাইয়ের পৌর মেয়র মোখলেস কারাগারে

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
০৭ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠনোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ পৌর মেয়র মোখলেস আত্মসমর্পণ করেন। হত্যা মামলার প্রধান আসামি হওয়ায় তার জামিন আবেদন মঞ্জুর না করতে আমরা আবেদন জানাই। এছাড়া তিনি শুধু হুকুমদাতা নন, এজাহার অনুযায়ী তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার কাছ থেকে বোমা নিয়ে অন্যরা বিস্ফোরণ ঘটিয়েছে। মেয়র মোখলেসের আইনজীবী নজরুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন তিনি। ৩০ মে নিম্ন আদালতে তার হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ থাকায় সেদিন তিনি আত্মসমর্পণ করতে পারেননি। ১৯ এপ্রিল ইফতার কিনে বাড়ি ফেরার পথে জেলা শহরের উদয়ন মোড়ে সন্ত্রাসী হামলায় শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা জেম নিহত হন। এ ঘটনায় পৌর মেয়র মোখলেসুরসহ ৪৮ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন জেমের বড় ভাই।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন