চট্টগ্রামে ইন্স্যুরেন্স কর্মীকে গণধর্ষণ যুবক গ্রেফতার

 চট্টগ্রাম ব্যুরো 
০৭ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে এক ইন্স্যুরেন্স কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. আরিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানার আসকর দিঘীর দক্ষিণ পাড় এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আরিফ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুনদ্বীপ এলাকার মো. জাফরের ছেলে। মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ভিকটিম আনোয়ারা এলাকায় একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। ২৪ মে ভিকটিম তার আনোয়ারার বাসা থেকে একটি মাজার জিয়ারতে যান। ফেরার পথে আনোয়ারা থানার বারশত এলাকা থেকে একটি অটোরিকশায় উঠেন। কিছুদূর যাওয়ার পর চালক নঈম পথিমধ্যে আরিফ, ফরহাদ ও রাজু নামে আরও তিনজনকে গাড়িতে তোলেন। তারা কৌশলে পরিত্যক্ত ভবনে নিয়ে তাকে গণধর্ষণ করে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন