দুর্নীতির অভিযোগ
ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে রিট
ফরিদগঞ্জের ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপনের প্রতি অনাস্থা জানিয়ে ৯ ইউপি সদস্য হাইকোর্টে রিট করেছেন। সরকারি বরাদ্দের টাকা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ এনে তার প্রতি অনাস্থাসহ রিটটি করা হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের আদালত রিট আবেদন গ্রহণ করে ওই ইউপি চেয়ারম্যানকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে এবং ইউএনওকে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নিদের্শনা দিয়েছেন। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, চাঁদপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউপি চেয়ারম্যানকে বিবাদী করা হয়।
ইউপি চেয়ারম্যান রিপন ভুয়া টিআর/কাবিখা/কাবিটা প্রকল্প গ্রহণ করে ইউপি সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ও প্রতারণার মাধ্যমে বাড়িতে ডেকে নিয়ে স্বাক্ষর নিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এছাড়া জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, মাতৃত্বকালীন ভাতা/ ভিজিডি কার্ড, ডিপ টিউবওয়েল বাবদ টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্যরা চাঁদপুরের জেলা প্রশাসক ও পরে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে মৌখিক অঙ্গীকার করেন রিপন। অঙ্গীকারের পরও আগের মতো স্বেচ্ছাচারিতা শুরু করেন।
ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে রিট
দুর্নীতির অভিযোগ
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদগঞ্জের ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপনের প্রতি অনাস্থা জানিয়ে ৯ ইউপি সদস্য হাইকোর্টে রিট করেছেন। সরকারি বরাদ্দের টাকা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ এনে তার প্রতি অনাস্থাসহ রিটটি করা হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের আদালত রিট আবেদন গ্রহণ করে ওই ইউপি চেয়ারম্যানকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে এবং ইউএনওকে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নিদের্শনা দিয়েছেন। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার, চাঁদপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউপি চেয়ারম্যানকে বিবাদী করা হয়।
ইউপি চেয়ারম্যান রিপন ভুয়া টিআর/কাবিখা/কাবিটা প্রকল্প গ্রহণ করে ইউপি সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ও প্রতারণার মাধ্যমে বাড়িতে ডেকে নিয়ে স্বাক্ষর নিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এছাড়া জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, মাতৃত্বকালীন ভাতা/ ভিজিডি কার্ড, ডিপ টিউবওয়েল বাবদ টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্যরা চাঁদপুরের জেলা প্রশাসক ও পরে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে মৌখিক অঙ্গীকার করেন রিপন। অঙ্গীকারের পরও আগের মতো স্বেচ্ছাচারিতা শুরু করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023