পটুয়াখালীতে বিএনপির গণসমাবেশে হামলা

সরকারদলীয় আড়াইশ জনের বিরুদ্ধে মামলা

 যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গত ২০ মে পটুয়াখালীতে বিএনপির ডাকা গণসমাবেশে সরকারদলীয় নেতাকর্মীদের হামলা-সংঘর্ষের ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত নেতা আতিকুর রহমান পারভেজ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ আরিফকে প্রথম সারিতে রাখা হয়েছে। এছাড়া সরকারি দলীয় নেতাকর্মীদের অন্তত ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতের তালিকায় রয়েছে আরও ২০০ জন। গত ৬ জুন জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার মোস্তফা আকন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার আশিকুর রহমান মামলাটি পিবিআইকে তদন্তে ন্যস্ত করেন। এর আগে বিএনপি নেতাকর্মীদের আসামি করে পৃথক তিনটি মামলা হয়েছে। যে মামলায় সাত শতাধিক আসামি রয়েছে। পৃথক তিন মামলায় উচ্চ আদালত এবং স্থানীয় আদালত থেকে বিএনপির নেতাকর্মীরা জামিন নিয়েছেন বলে জানা গেছে। মামলায় বলা হয়, জেলা পুলিশের অনুমতি নিয়ে গত ২০ মে শহরের বনানী রোডস্থ বিএনপির কার্যালয়ে গণসমাবেশের আয়োজন করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন