আমতলীতে মাদ্রাসার

১০ ছাত্রীকে মলমূত্র খাওয়ানোর ঘটনায় তদন্ত কমিটি

 যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা) 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মোবাইলে ছবি তোলার মিথ্যা অপবাদ দিয়ে মাদ্রাসার ১০ ছাত্রীকে মারধর করে মলমূত্র খাইয়ে দেওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ তদন্ত কমিটি গঠন করেন। জানা গেছে, শহরের মাদানীনগর জামিয়া সাইয়েদা ফাতিমা বালিকা হাফিজিয়া মাদ্রাসার ১০ ছাত্রীকে মোবাইলে ছবি তোলার অপবাদ দিয়ে শিক্ষিকা তাসলিমা বেগম মারধর করেন। পরে তাসলিমা বেগম, তার স্বামী আব্দুর রশিদ, ছেলে তাইয়েবা ও মেয়ে নুসরাত ওই ১০ ছাত্রীকে মলমূত্র, ড্রেনের পচা পানি, জোরপূর্বক খাইয়ে দেয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন