ছাতকে অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা

 ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করার ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। মঙ্গলবার সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে অনিয়ম-দুর্নীতির একটি মামলা হয়। কলেজ ফান্ডের কোটি টাকা লুটপাট, অনিয়ম, দুর্নীতির অভিযোগের ঘটনায় সুজাত আলী রফিকসহ ৬ জনের বিরুদ্ধে বাদী হয়ে আদালতে মামলা করেছেন কলেজের বিএসএস (সম্মান) কোর্সের শিক্ষার্থী ও স্থানীয় সুহিতপুর গ্রামের বাসিন্দা ইমদাদুল হক ইমন। আদালতের বিচারক তার মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন।

এ মামলার আসামিরা হচ্ছেন-কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনিল কুমার মল্লিক, কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি, কলেজ পরিচালনা কমিটির সদস্য তৈয়ব আলী। এ ব্যাপারে সুজাত আলী কোনো মন্তব্য করতে রাজি হননি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন