বন্যপ্রাণী দিবস পালন
‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকুল বাঁচাই’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকুল বাঁচাই’ এ স্লোগানে রোববার বিভিন্ন স্থানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। এ সময় বক্তারা বন্যপ্রাণী পাচার ও অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। যুগান্তর প্রতিনিধিরা জানান : বাগেরহাটের মোংলায় মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী পাচার ও অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’ এর সমন্বয়কারী নূর আলম শেখ। বক্তব্য দেন চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকন উদ্দিন, শিক্ষক নেতা শরিফুল ইসলাম, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এর নেতা আব্দুর রশিদ হাওলাদার। পটুয়াখালীর কুয়াকাটায় ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকুল বাঁচাই’ এ স্লোগানে মানববন্ধন হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়ার সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। বরগুনার তালতলীতে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়রাণ্য কেন্দ্রের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, ফাতরার বনের বন্যপ্রাণী ও উদ্ভিদকুল রক্ষা করতে না পারলে উপকূলের অস্তিত্ব রক্ষায় সংকট তৈরি হবে। বন্যপ্রাণী রক্ষার জন্য সমুদ্র তীরে বাঁধ নির্মাণ, বন বিভাগের জনবল বৃদ্ধি করা, খাবার বাজেট বৃদ্ধির দাবি জানান তারা। এতে বক্তব্য দেন, টেংরাগিরি বন সুরক্ষা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বন বিভাগের ছকিনা বিট কর্মকর্তা মোশাররফ হোসেন, নিশানবাড়িয়া বিট কর্মকর্তা হায়দার হোসেন, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, শুভসন্ধ্যা বন সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার। মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বাগমারা ক্যাম্পে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও এসিএফ জামির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউএনও জয়নাল আবেদীন।