বিশ্ব ধরিত্রী দিবস পালন
‘প্লাস্টিক দূষণ বন্ধ করি ধরিত্রী রক্ষা করি’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
‘প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি’ এ স্লোগানে সোমবার মোংলা, হবিগঞ্জ ও চাটমোহরে মানববন্ধন হয়েছে। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে ওই কর্মসূচিতে প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : সুন্দরবন ও তৎসংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে বাগেরহাটের মোংলায় সোমবার মানববন্ধন হয়েছে। বক্তারা বলেন, সুন্দরবন সংলগ্ন পশুর, রূপসা ও মোংলা নদীর ১৭ প্রজাতির মাছের দেহে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। পশুর রিভার ওয়াটারকিপার আহ্বায়ক নূর আলম শেখের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’র (ধরা) নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার নাজমুল হক। হবিগঞ্জে বিশ্ব ধরিত্রী দিবসের আলোচনা সভায় প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। ‘প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি’ এ স্লোগানে সোমবার বাডস কেজি অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণে সভা হয়েছে। খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক অধ্যাপক জাহান আরা খাতুন ও কবি তাহমিনা বেগম গিনি। পাবনার চাটমোহরে ‘চলনবিল রক্ষায় আমরা’র আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. এসএম মুফতি মাহমুদ, সমাজকর্মী আলমগীর মোহাম্মদ, যুগান্তর প্রাতনিধি পবিত্র তালুকদার।