সাতক্ষীরায় মন্দিরে চুরি : মূর্তির বসনে আগুন

 সাতক্ষীরা প্রতিনিধি 
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ায় হিন্দু সম্প্রদায়ের শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের একটি পিতল-নির্মিত গোপাল মূর্তি চুরি হয়ে গেছে। একই রাতে মন্দিরে থাকা কয়েকটি মূর্তির বসনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মন্দির কমিটির সভাপতি মোহন কুমার ঘোষ এসব তথ্য দেন। তিনি বলেন, রাত ৯টার দিকে পুরোহিত পূজা করে চলে যাওয়ার পর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে। তারা একটি পিতলের তৈরি গোপাল মূর্তি নিয়ে গেছে। এ সময় কয়েকটি মূর্তির বসনে আগুন দেয় তারা। কয়েকটি দিয়াশলাইয়ের পোড়া কাঠি পাওয়া গেছে সেখানে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি। তদন্ত চলছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন