সরবরাহকারীদের জন্য দুঃসংবাদ

  
০৫ জুন ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্লাইয়ার হিসাবে যারা কাজ করেন তাদের উৎসে কর বাড়ানো হয়েছে। তার মানে, ১ জুলাই থেকে সেবাগ্রহীতা প্রতিষ্ঠান পণ্য ও সেবার সরবরাহের বিপরীতে বেশি কর কেটে রাখবে। আগে ১৫ লাখ টাকা পর্যন্ত সরবরাহের ক্ষেত্রে ২ শতাংশ উৎসে কাটা হতো, এটি ৫০ লাখ টাকা পর্যন্ত ৩ শতাংশ করা হয়েছে। একইভাবে ৫০ লাখ থেকে ২ কোটি পর্যন্ত ৫ শতাংশ এবং ২ কোটির বেশি হলে সরবরাহের ক্ষেত্রে ৭ শতাংশ উৎসে কর আদায় করা হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন