উত্তরায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
উত্তরা প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রোববার উত্তরায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৬) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জুলকার নায়নের নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উত্তরা ৪ ও ৫ নম্বর সেক্টরে ফুটপাত ও সড়ক দখল করে নির্মাণসামগ্রী রাখায় ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আবাসিক এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা করার অপরাধে দুটি দোকান বন্ধ করে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উত্তরা ১২ নম্বর সেক্টরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অবৈধভাবে ফুটপাত ও রাস্তার ওপর বালু, ইট, পাথর ইত্যাদি নির্মাণসামগ্রী রাখায় ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উত্তরায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রোববার উত্তরায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৬) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জুলকার নায়নের নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উত্তরা ৪ ও ৫ নম্বর সেক্টরে ফুটপাত ও সড়ক দখল করে নির্মাণসামগ্রী রাখায় ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আবাসিক এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা করার অপরাধে দুটি দোকান বন্ধ করে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উত্তরা ১২ নম্বর সেক্টরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অবৈধভাবে ফুটপাত ও রাস্তার ওপর বালু, ইট, পাথর ইত্যাদি নির্মাণসামগ্রী রাখায় ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।