মুগদায় ট্রাকের চাকা ফেটে হেলপারের মৃত্যু
মুগদায় চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে আলামিন (২০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর দেড়টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা সুজন মিয়া বলেন, মুগদা থানাধীন বিশ্ব রোড মেইন রাস্তার পাশে ট্রাক হেলপার আলামিন একটি চাকাতে হাওয়া দিতে যায়। সেখানে অতিরিক্ত হাওয়া দেয়ার কারণে চাকাটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন আলামিন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলামিন ৫ নম্বর মানিকনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম বাবুল হোসেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুগদায় ট্রাকের চাকা ফেটে হেলপারের মৃত্যু
মুগদায় চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে আলামিন (২০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর দেড়টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা সুজন মিয়া বলেন, মুগদা থানাধীন বিশ্ব রোড মেইন রাস্তার পাশে ট্রাক হেলপার আলামিন একটি চাকাতে হাওয়া দিতে যায়। সেখানে অতিরিক্ত হাওয়া দেয়ার কারণে চাকাটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন আলামিন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলামিন ৫ নম্বর মানিকনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম বাবুল হোসেন।