নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ
জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জিএম কাদের
লালমনিরহাট প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘বাজারে আজ যে জিনিস ১০ টাকায় বিক্রি হচ্ছে, কাল তা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। যার প্রমাণ হল আলুর বাজার।’ লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি থেকে কয়েকশ’ নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, ‘আলু ছাড়াও চাল, ডাল, শাক-সবজি সবখানেই সিন্ডিকেটের ব্যবসা হচ্ছে। এটা কন্ট্রোল করা খুবই সহজ। এজন্য সরকারকে বিশেষভাবে দৃষ্টি দেয়া উচিত।’
জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। যারা দলের সিদ্ধান্তের বাইরে অন্য দলের পক্ষে কাজ করবে তাদের জাতীয় পার্টিতে রাখা হবে না। তিনি বলেন, ৩০ বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও দেশের রাজনীতিতে জাতীয় পার্টি এক বড় শক্তি হয়ে টিকে রয়েছে। এই দলের প্রতি দেশের মানুষের আস্থা বাড়ছে। আর তাই প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে অন্য দলের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তাফা সেলিম বেঙ্গলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানে জেলা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র এসএম ওয়াহিদুল হাসান সেনা, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহতাব হোসেন, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি জুলফিকার আলী বুলু ও মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদল সভাপতি আসাদুল আশেকিন রতনসহ বিএনপি ও আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জিএম কাদের
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘বাজারে আজ যে জিনিস ১০ টাকায় বিক্রি হচ্ছে, কাল তা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। যার প্রমাণ হল আলুর বাজার।’ লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি থেকে কয়েকশ’ নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, ‘আলু ছাড়াও চাল, ডাল, শাক-সবজি সবখানেই সিন্ডিকেটের ব্যবসা হচ্ছে। এটা কন্ট্রোল করা খুবই সহজ। এজন্য সরকারকে বিশেষভাবে দৃষ্টি দেয়া উচিত।’
জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। যারা দলের সিদ্ধান্তের বাইরে অন্য দলের পক্ষে কাজ করবে তাদের জাতীয় পার্টিতে রাখা হবে না। তিনি বলেন, ৩০ বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও দেশের রাজনীতিতে জাতীয় পার্টি এক বড় শক্তি হয়ে টিকে রয়েছে। এই দলের প্রতি দেশের মানুষের আস্থা বাড়ছে। আর তাই প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে অন্য দলের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তাফা সেলিম বেঙ্গলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানে জেলা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র এসএম ওয়াহিদুল হাসান সেনা, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহতাব হোসেন, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি জুলফিকার আলী বুলু ও মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদল সভাপতি আসাদুল আশেকিন রতনসহ বিএনপি ও আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেয়।