বরিশালে থানার সামনে ও সড়কে ‘সরি’
বরিশালে থানার সামনে বড় অক্ষরে বেশ কয়েকবার লেখা রয়েছে ইংরেজি অক্ষরে ‘সরি’। শুধু থানার সামনেই নয় নগরীর জিয়া সড়ক ও সদর রোডেও বেশ কয়েকবার বড় করে লেখা রয়েছে সরি অর্থাৎ দুঃখিত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে। যদিও লোকজন এটাকে প্রেমজনিত বিষয় ভাবলেও বিশিষ্টজনরা মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে এমনটা কেউ করতে পারে।
মঙ্গলবার সকালেই বরিশাল কোতোয়ালি মডেল থানার সামনের রোড ও জিয়া সড়কে দেখা যায় এমন লেখা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।
সরেজমিন রাতে কোতোয়ালি মডেল থানার সামনের লাইন রোডে গিয়ে দেখা যায় চকেরপুলে ওঠার আগে সড়কে, কোতোয়ালি মডেল থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টারের সামনে ‘সরি’ লেখা রয়েছে স্প্রে যুক্ত সাদা রং দিয়ে। একইভাবে খবর পেয়ে নগরীর জিয়া সড়কে গিয়ে দেখা যায় ওই সড়কের তিনটি স্পটে লেখা রয়েছে ‘সরি’। এছাড়া ওই এলাকার একতা সরণি ও কিছু দেয়ালেও দেখা গেছে এ লেখা।
বিএম কলেজ রক অ্যান্ড রোল নামে একটি ফেসবুক গ্রুপে মো. নাজমুল হাসান নামে এক ব্যক্তি ‘সরি’ লেখা ছবিগুলো পোস্ট করেন। প্রিয় মানুষটার রাগ ভাঙাতে জিয়া সড়ক, একতা সরণি থেকে শুরু করে এ সরি সদর রোড পর্যন্ত দেখা গেছে। এ সরির শেষ কোথায় কেউ জানে না, কে কার জন্য লিখেছে সেটাও জানা নেই। এ লেখার নিচে অধিকাংশ কমেন্টই প্রেমজনিত ভাবনা। তবে এর বিপরীত কথা বলছেন নগরীর বিশিষ্টজনরা। গবেষক আনিসুর রহমান খান স্বপন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতেও এমনটা কেউ লিখতে পারে। শুধু তাই নয় রাজনৈতিক বিভ্রান্তি ছড়াতেও এমনটা করতে পারে। ব্যাপারটাকে হেলাফেলা করে দেখলে চলবে না। এ লেখা কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কি না সেটাও খতিয়ে দেখা ও তদন্ত করা উচিত আইনশৃঙ্খলা বাহিনীর।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারেই দেখছি। তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরিশালে থানার সামনে ও সড়কে ‘সরি’
বরিশালে থানার সামনে বড় অক্ষরে বেশ কয়েকবার লেখা রয়েছে ইংরেজি অক্ষরে ‘সরি’। শুধু থানার সামনেই নয় নগরীর জিয়া সড়ক ও সদর রোডেও বেশ কয়েকবার বড় করে লেখা রয়েছে সরি অর্থাৎ দুঃখিত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে। যদিও লোকজন এটাকে প্রেমজনিত বিষয় ভাবলেও বিশিষ্টজনরা মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে এমনটা কেউ করতে পারে।
মঙ্গলবার সকালেই বরিশাল কোতোয়ালি মডেল থানার সামনের রোড ও জিয়া সড়কে দেখা যায় এমন লেখা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।
সরেজমিন রাতে কোতোয়ালি মডেল থানার সামনের লাইন রোডে গিয়ে দেখা যায় চকেরপুলে ওঠার আগে সড়কে, কোতোয়ালি মডেল থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টারের সামনে ‘সরি’ লেখা রয়েছে স্প্রে যুক্ত সাদা রং দিয়ে। একইভাবে খবর পেয়ে নগরীর জিয়া সড়কে গিয়ে দেখা যায় ওই সড়কের তিনটি স্পটে লেখা রয়েছে ‘সরি’। এছাড়া ওই এলাকার একতা সরণি ও কিছু দেয়ালেও দেখা গেছে এ লেখা।
বিএম কলেজ রক অ্যান্ড রোল নামে একটি ফেসবুক গ্রুপে মো. নাজমুল হাসান নামে এক ব্যক্তি ‘সরি’ লেখা ছবিগুলো পোস্ট করেন। প্রিয় মানুষটার রাগ ভাঙাতে জিয়া সড়ক, একতা সরণি থেকে শুরু করে এ সরি সদর রোড পর্যন্ত দেখা গেছে। এ সরির শেষ কোথায় কেউ জানে না, কে কার জন্য লিখেছে সেটাও জানা নেই। এ লেখার নিচে অধিকাংশ কমেন্টই প্রেমজনিত ভাবনা। তবে এর বিপরীত কথা বলছেন নগরীর বিশিষ্টজনরা। গবেষক আনিসুর রহমান খান স্বপন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতেও এমনটা কেউ লিখতে পারে। শুধু তাই নয় রাজনৈতিক বিভ্রান্তি ছড়াতেও এমনটা করতে পারে। ব্যাপারটাকে হেলাফেলা করে দেখলে চলবে না। এ লেখা কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কি না সেটাও খতিয়ে দেখা ও তদন্ত করা উচিত আইনশৃঙ্খলা বাহিনীর।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারেই দেখছি। তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে।