মহাখালীতে মাঠে খেলার দাবি মানববন্ধনে হামলা
যুগান্তর রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মহাখালী প্যারামেডিকেল মাঠে খেলতে দেয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা করার অভিযোগ উঠেছে। মহাখালীর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে স্থানীয়রা। এ সময় বাধা দিতে গেলে পুলিশ সদস্যরাও লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠটিতে আইএইচটির ছাত্রাবাস ভবন নির্মাণ করার কথা রয়েছে। এছাড়া মাঠে এলাকার লোকজনকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ অবস্থায় মাঠটিতে ভবন না করে খেলতে দেয়ার দাবিতে শুক্রবার সকালে শিশু-কিশোর ও তরুণরা মানববন্ধনের আয়োজন করে। এসময় তাদের ব্যানার কেড়ে নিয়ে তাদের ওপর হামলা চালায় ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপরও চড়াও হয় শিক্ষার্থীরা। এ সময় বনানী থানার তিন পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বনানী থানার ওসি নুরে আযম মিয়া যুগান্তরকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। তবে পুলিশ সদস্যের লাঞ্ছিত হওয়ার বিষয়টি অস্বীকার করেন ওসি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি বলে জানান তিনি।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, আইএইচটি প্যারামেডিকেল মাঠটি মহাখালী এলাকার একমাত্র খেলার মাঠ। স্থানীয় বাসিন্দা আবরার হোসেন বলেন, মাঠে সকাল-বিকাল দুই সেশনে ছোট-বড় সকলেই ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ সব ধরনের খেলাধুলা ও বয়স্ক লোকেরা হাঁটা, শরীরচর্চা করে থাকে। কিছুদিন ধরে মাঠে এলাকার মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
আরেকজন বাসিন্দা বলেন, এই মাঠে একটি বহুতল ভবন নির্মাণ প্রক্রিয়া চলছে। যে কারণে বাইরের লোকজনকে মাঠে ঢুকতে দেয়া হচ্ছে না। এর প্রতিবাদে মানববন্ধন করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মহাখালীতে মাঠে খেলার দাবি মানববন্ধনে হামলা
মহাখালী প্যারামেডিকেল মাঠে খেলতে দেয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা করার অভিযোগ উঠেছে। মহাখালীর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে স্থানীয়রা। এ সময় বাধা দিতে গেলে পুলিশ সদস্যরাও লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠটিতে আইএইচটির ছাত্রাবাস ভবন নির্মাণ করার কথা রয়েছে। এছাড়া মাঠে এলাকার লোকজনকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ অবস্থায় মাঠটিতে ভবন না করে খেলতে দেয়ার দাবিতে শুক্রবার সকালে শিশু-কিশোর ও তরুণরা মানববন্ধনের আয়োজন করে। এসময় তাদের ব্যানার কেড়ে নিয়ে তাদের ওপর হামলা চালায় ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপরও চড়াও হয় শিক্ষার্থীরা। এ সময় বনানী থানার তিন পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বনানী থানার ওসি নুরে আযম মিয়া যুগান্তরকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। তবে পুলিশ সদস্যের লাঞ্ছিত হওয়ার বিষয়টি অস্বীকার করেন ওসি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি বলে জানান তিনি।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, আইএইচটি প্যারামেডিকেল মাঠটি মহাখালী এলাকার একমাত্র খেলার মাঠ। স্থানীয় বাসিন্দা আবরার হোসেন বলেন, মাঠে সকাল-বিকাল দুই সেশনে ছোট-বড় সকলেই ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ সব ধরনের খেলাধুলা ও বয়স্ক লোকেরা হাঁটা, শরীরচর্চা করে থাকে। কিছুদিন ধরে মাঠে এলাকার মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
আরেকজন বাসিন্দা বলেন, এই মাঠে একটি বহুতল ভবন নির্মাণ প্রক্রিয়া চলছে। যে কারণে বাইরের লোকজনকে মাঠে ঢুকতে দেয়া হচ্ছে না। এর প্রতিবাদে মানববন্ধন করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।