সভাপতি আতিক সম্পাদক মুমিনুল
দ্বাদশ জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন
যুগান্তর প্রতিবেদন
১৮ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বাদশ ব্যাচের সভাপতি হয়েছেন বরিশালের সহকারী জজ আতিক জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন। ব্যাচের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। আগামী এক বছর এ পদে দায়িত্ব পালন করবেন তারা। ভার্চুয়াল ভোটগ্রহণ শেষে রোববার রাতে সহকারী জজ সিফাত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, এমএন হারুন এবং মতিউর রহমান রিপন এ ফলাফল ঘোষণা করেন।
অ্যাসোসিয়েশনের ১৩টি পদের মধ্যে ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অবশিষ্ট ৬টি পদে সাংগঠনিক নিয়ম অনুসারে কমিটির সদস্য সংগ্রহ করা হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) মাধ্যমে সহকারী জজ হিসাবে নিয়োগের পর এই ব্যাচের প্রথম নির্বাচন এটি। অন্যান্য পদে নির্বাচিত হলেন সহসভাপতি গাইবান্ধার সহকারী জজ মো. ওবায়দুল হক রুমি, যুগ্মসাধারণ সম্পাদক পদে বগুড়ার সহকারী জজ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে পিরোজপুরের সহকারী জজ আজহার। এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে মো. হাসিবুজ্জামান এবং তথ্যপ্রযুক্তি, প্রচার ও গণসংযোগবিষয়ক সম্পাদক পদে সুদীপ্ত তালুকদার নির্বাচিত হয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দ্বাদশ জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন
সভাপতি আতিক সম্পাদক মুমিনুল
জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বাদশ ব্যাচের সভাপতি হয়েছেন বরিশালের সহকারী জজ আতিক জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন। ব্যাচের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। আগামী এক বছর এ পদে দায়িত্ব পালন করবেন তারা। ভার্চুয়াল ভোটগ্রহণ শেষে রোববার রাতে সহকারী জজ সিফাত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, এমএন হারুন এবং মতিউর রহমান রিপন এ ফলাফল ঘোষণা করেন।
অ্যাসোসিয়েশনের ১৩টি পদের মধ্যে ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অবশিষ্ট ৬টি পদে সাংগঠনিক নিয়ম অনুসারে কমিটির সদস্য সংগ্রহ করা হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) মাধ্যমে সহকারী জজ হিসাবে নিয়োগের পর এই ব্যাচের প্রথম নির্বাচন এটি। অন্যান্য পদে নির্বাচিত হলেন সহসভাপতি গাইবান্ধার সহকারী জজ মো. ওবায়দুল হক রুমি, যুগ্মসাধারণ সম্পাদক পদে বগুড়ার সহকারী জজ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে পিরোজপুরের সহকারী জজ আজহার। এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে মো. হাসিবুজ্জামান এবং তথ্যপ্রযুক্তি, প্রচার ও গণসংযোগবিষয়ক সম্পাদক পদে সুদীপ্ত তালুকদার নির্বাচিত হয়েছেন।