মুক্তিযুদ্ধে ব্যবহৃত সমরাস্ত্রের বিশেষ প্রদর্শনী
সাংস্কৃতিক প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধে ব্যবহৃত সমরাস্ত্রের বিশেষ প্রদর্শনীর শুরু হয়েছে। প্রদর্শনীটি ২৭ জানুয়ারি পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
সোমবার বিকালে জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক।
খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় জাদুঘর ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন সমরাস্ত্র, ভারত সরকার কর্তৃক উপহৃত সমরাস্ত্র, ভারতীয় বাহিনীর ব্যবহৃত ম্যাপ ও লিফলেট, আত্মসমর্পণের টেবিল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি নিদর্শন, মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রায় দুই শতাধিক গ্রন্থ এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে। এ প্রদর্শনী দর্শকদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানতে সহায়তা করবে।
এ প্রদর্শনীতে উপস্থাপিত উল্লেখযোগ্য নিদর্শন/আলোকচিত্রের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র-৮৮টি, মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর ব্যবহৃত সমরাস্ত্র-৮৬টি, আত্মসমর্পণ টেবিল, ভারতীয় বাহিনীর বিভিন্ন ম্যাপ ও লিফলেট-৮টি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি নিদর্শন-৫টি, বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ-১০০টি, মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ-১০০টি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুক্তিযুদ্ধে ব্যবহৃত সমরাস্ত্রের বিশেষ প্রদর্শনী
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধে ব্যবহৃত সমরাস্ত্রের বিশেষ প্রদর্শনীর শুরু হয়েছে। প্রদর্শনীটি ২৭ জানুয়ারি পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
সোমবার বিকালে জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক।
খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় জাদুঘর ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন সমরাস্ত্র, ভারত সরকার কর্তৃক উপহৃত সমরাস্ত্র, ভারতীয় বাহিনীর ব্যবহৃত ম্যাপ ও লিফলেট, আত্মসমর্পণের টেবিল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি নিদর্শন, মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রায় দুই শতাধিক গ্রন্থ এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে। এ প্রদর্শনী দর্শকদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানতে সহায়তা করবে।
এ প্রদর্শনীতে উপস্থাপিত উল্লেখযোগ্য নিদর্শন/আলোকচিত্রের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র-৮৮টি, মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর ব্যবহৃত সমরাস্ত্র-৮৬টি, আত্মসমর্পণ টেবিল, ভারতীয় বাহিনীর বিভিন্ন ম্যাপ ও লিফলেট-৮টি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি নিদর্শন-৫টি, বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ-১০০টি, মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ-১০০টি।