করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মারুফ মিয়ার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার রাত ৩টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারুফ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মারুফ বড়।
মারুফের বন্ধু জাকির মণ্ডল জানান, পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার মারুফ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থা অবনতি হলে সেখান থেকে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মারুফ মিয়ার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার রাত ৩টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারুফ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মারুফ বড়।
মারুফের বন্ধু জাকির মণ্ডল জানান, পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার মারুফ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থা অবনতি হলে সেখান থেকে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই তার মৃত্যু হয়।