দলের নেতৃত্বে আসবে পরীক্ষিত নেতাকর্মীরা : তথ্যমন্ত্রী
পাবনা ও ফরিদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠনের নাম। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দিবানিশি কাজ করে যাচ্ছেন। দলীয় কর্মকাণ্ডে অতি উৎসাহী নেতাদের ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, দল ক্ষমতায় থাকলে নেতাকর্মীদের মধ্যে আলস্য এসে যায়। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। পিঠ বাঁচাতে এবং টাকা আয় করতে অনেকেই দলে আসবে। তাদের দরকার নেই। দলের নেতৃত্বে আসবে পরীক্ষিত নেতাকর্মীরা। তাহলে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।
বুধবার পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সমালোচনা করলেও বিএনপির নেতারা টিকা নিচ্ছেন। আগে সিনেমায় ফ্লাইওভার দেখা যেত। এখন বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায়। ডিজিটাল বাংলাদেশ একসময় স্বপ্ন মনে হতো, এখন বাস্তবতা। আবেদন, ভর্তি, লেখাপড়া সবকিছুই হচ্ছে ডিজিটাল ব্যবস্থায়। বাংলাদেশের এসব সাফল্য সম্ভব হয়েছে শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সাত বছর পর ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৩ সালের ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয় উপজেলা সম্মেলন। ওয়াজি উদ্দিন খান পৌর মিলনায়তনে ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কার্যকরী সদস্য কবিতা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু সংসদ-সদস্য, মকবুল হোসেন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স সংসদ-সদস্য, আহমেদ ফিরোজ কবীর সংসদ সদস্য, নুরুজ্জামান বিশ্বাস সংসদ-সদস্য, নদিরা ইয়াসমিন জলি সংসদ-সদস্য প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দলের নেতৃত্বে আসবে পরীক্ষিত নেতাকর্মীরা : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠনের নাম। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দিবানিশি কাজ করে যাচ্ছেন। দলীয় কর্মকাণ্ডে অতি উৎসাহী নেতাদের ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, দল ক্ষমতায় থাকলে নেতাকর্মীদের মধ্যে আলস্য এসে যায়। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। পিঠ বাঁচাতে এবং টাকা আয় করতে অনেকেই দলে আসবে। তাদের দরকার নেই। দলের নেতৃত্বে আসবে পরীক্ষিত নেতাকর্মীরা। তাহলে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।
বুধবার পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সমালোচনা করলেও বিএনপির নেতারা টিকা নিচ্ছেন। আগে সিনেমায় ফ্লাইওভার দেখা যেত। এখন বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায়। ডিজিটাল বাংলাদেশ একসময় স্বপ্ন মনে হতো, এখন বাস্তবতা। আবেদন, ভর্তি, লেখাপড়া সবকিছুই হচ্ছে ডিজিটাল ব্যবস্থায়। বাংলাদেশের এসব সাফল্য সম্ভব হয়েছে শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সাত বছর পর ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৩ সালের ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয় উপজেলা সম্মেলন। ওয়াজি উদ্দিন খান পৌর মিলনায়তনে ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কার্যকরী সদস্য কবিতা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু সংসদ-সদস্য, মকবুল হোসেন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স সংসদ-সদস্য, আহমেদ ফিরোজ কবীর সংসদ সদস্য, নুরুজ্জামান বিশ্বাস সংসদ-সদস্য, নদিরা ইয়াসমিন জলি সংসদ-সদস্য প্রমুখ।