চট্টগ্রামে আক্রান্তদের বেশিরভাগই তরুণ
আরও ৬ জনের মৃত্যু
৩১ থেকে ৪০ বছর বয়সিদের আক্রান্তের হার ২৪ শতাংশ
চট্টগ্রাম ব্যুরো
০৯ এপ্রিল ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৭৩ জন। এ নিয়ে এ জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ১৮৮ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, চট্টগ্রামে করোনায় আক্রান্তদের বেশিরভাগই বয়সে তরুণ। অর্থাৎ ৩১ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে করোনায় আক্রান্তের হার বেশি। এ সংখ্যা ১০ হাজার ১০০ জন। অর্থাৎ ২৪ শতাংশ। তবে চট্টগ্রামে শিশু আক্রান্তের হার সবচেয়ে কম। এ হার মাত্র ৩ শতাংশ। চট্টগ্রামে এ পর্যন্ত শূন্য থেকে ১০ বছর বয়সী শিশু আক্রান্ত হয়েছে এক হাজার ৯৬ জন। ৬০ বছরের ঊর্ধ্বে আক্রান্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত বৃদ্ধ আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৬৩৯ জন। চট্টগ্রামে মহিলাদের চেয়ে পুরুষ আক্রান্তের হার বেশি। যেখানে ১৩ হাজার ৪১৮ জন মহিলা আক্রান্ত হয়েছে। সেখানে পুরুষ আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ২৯৭ জন। এদিকে উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি আক্রান্ত হাটহাজারী উপজেলায়। এ উপজেলায় মোট আক্রান্ত এক হাজার ৯১৬ জন। দ্বিতীয় অবস্থানে আছে রাউজান। এ উপজেলায় আক্রান্ত এক হাজার ৮০ জন। অপরদিকে সবচেয়ে কম আক্রান্ত দ্বীপ উপজেলা সন্দ্বীপে। এখানে আক্রান্তের সংখ্যা ১৩৬ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আরও ৬ জনের মৃত্যু
চট্টগ্রামে আক্রান্তদের বেশিরভাগই তরুণ
৩১ থেকে ৪০ বছর বয়সিদের আক্রান্তের হার ২৪ শতাংশ
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৭৩ জন। এ নিয়ে এ জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ১৮৮ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, চট্টগ্রামে করোনায় আক্রান্তদের বেশিরভাগই বয়সে তরুণ। অর্থাৎ ৩১ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে করোনায় আক্রান্তের হার বেশি। এ সংখ্যা ১০ হাজার ১০০ জন। অর্থাৎ ২৪ শতাংশ। তবে চট্টগ্রামে শিশু আক্রান্তের হার সবচেয়ে কম। এ হার মাত্র ৩ শতাংশ। চট্টগ্রামে এ পর্যন্ত শূন্য থেকে ১০ বছর বয়সী শিশু আক্রান্ত হয়েছে এক হাজার ৯৬ জন। ৬০ বছরের ঊর্ধ্বে আক্রান্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত বৃদ্ধ আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৬৩৯ জন। চট্টগ্রামে মহিলাদের চেয়ে পুরুষ আক্রান্তের হার বেশি। যেখানে ১৩ হাজার ৪১৮ জন মহিলা আক্রান্ত হয়েছে। সেখানে পুরুষ আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ২৯৭ জন। এদিকে উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি আক্রান্ত হাটহাজারী উপজেলায়। এ উপজেলায় মোট আক্রান্ত এক হাজার ৯১৬ জন। দ্বিতীয় অবস্থানে আছে রাউজান। এ উপজেলায় আক্রান্ত এক হাজার ৮০ জন। অপরদিকে সবচেয়ে কম আক্রান্ত দ্বীপ উপজেলা সন্দ্বীপে। এখানে আক্রান্তের সংখ্যা ১৩৬ জন।