মোংলা বন্দরে ৮ বিদেশি নাবিক করোনাক্রান্ত
মোংলা বন্দরে আসা এক বিদেশি বাণিজ্যিক জাহাজের আট নাবিকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা ভারত, ফিলিপাইন ও ইথুপিয়ার নাগরিক। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পণ্য নিয়ে মোংলা বন্দরে আসার পর নাবিকদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।
ইউএই পতাকাবাহী ‘এম ভি ফাজাহ-১’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট সান সাইন বিজনেস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে আট বিদেশি নাবিকদের খুলানার গাজী মেডিকেলে ভর্তি করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২শ’ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে গত সোমবার মোংলা বন্দরে আসে ওই জাহাজটি। এ সময় আটজনের শরীরে জ্বর দেখা দিলে তাদেরকে বুধবার রাতে খুলনায় পাঠানো হয়। সেখানে করোনা পজিটিভ শনাক্ত হয় তাদের।
আক্রান্ত নাবিকরা হলেন-ভারতের নুতান গাটিয়াল আনিউল্লাহ, আমিলি আনিকেট দাসারাম, রয় প্রবীর শাওপান, ঘুনটু চালাপাথিরাও, মান্ডাল সঞ্চিত ও ফিলিপাইনের চেকর ওকাপ নাইল, বিউন ফ্লোর টালাম ও ইথুপিয়ার নাগরিক ইজাইনি টিলাউন মাহিরিটু।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, আটজনের করোনা শনাক্তের খবরে বন্দরে অবস্থান করা ফাজাহ-১ জাহাজের সব ধরনের কাজ বন্ধ রয়েছে। জাহাজটিতে ১৬ নাবিক রয়েছে বলেও জানান তিনি।
মোংলা বন্দরে ৮ বিদেশি নাবিক করোনাক্রান্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মোংলা বন্দরে আসা এক বিদেশি বাণিজ্যিক জাহাজের আট নাবিকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা ভারত, ফিলিপাইন ও ইথুপিয়ার নাগরিক। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পণ্য নিয়ে মোংলা বন্দরে আসার পর নাবিকদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।
ইউএই পতাকাবাহী ‘এম ভি ফাজাহ-১’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট সান সাইন বিজনেস লিমিটেডের নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে আট বিদেশি নাবিকদের খুলানার গাজী মেডিকেলে ভর্তি করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩২শ’ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে গত সোমবার মোংলা বন্দরে আসে ওই জাহাজটি। এ সময় আটজনের শরীরে জ্বর দেখা দিলে তাদেরকে বুধবার রাতে খুলনায় পাঠানো হয়। সেখানে করোনা পজিটিভ শনাক্ত হয় তাদের।
আক্রান্ত নাবিকরা হলেন-ভারতের নুতান গাটিয়াল আনিউল্লাহ, আমিলি আনিকেট দাসারাম, রয় প্রবীর শাওপান, ঘুনটু চালাপাথিরাও, মান্ডাল সঞ্চিত ও ফিলিপাইনের চেকর ওকাপ নাইল, বিউন ফ্লোর টালাম ও ইথুপিয়ার নাগরিক ইজাইনি টিলাউন মাহিরিটু।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, আটজনের করোনা শনাক্তের খবরে বন্দরে অবস্থান করা ফাজাহ-১ জাহাজের সব ধরনের কাজ বন্ধ রয়েছে। জাহাজটিতে ১৬ নাবিক রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023