মধুখালীতে শ্যামাপূজায় রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন

 মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 
০৮ নভেম্বর ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

শ্যামাপূজা উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে চার দিনব্যাপী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে। ভাতুড়ীয়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি গৌতম বিশ্বাসের সভাপতিত্বে ভাতুড়ীয়া সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে লীলাকীর্তন পরিবেশন করে বিভিন্ন গ্রুপ বা দল। এর মধ্যে রয়েছে নাটোরের সুকৃতি মহন্তের ভক্তসংঘ সম্প্রদায়, বগুড়ার ভ্রান্তীদেবী মহন্তের শ্রী রূপমঞ্জুরি সম্প্রদায় ও রাজবাড়ী জেলার রমেন বিশ্বাসের লক্ষ্মীনারায়ণ সম্প্রদায়। বিপুল সংখ্যক নারী-পুরুষ এই লীলাকির্তন উপভোগ করে।

লীলাকীর্তনে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যা, ভাতুড়ীয়া সার্বজনীন পূজা কমিটির প্রধান উপদেষ্টা অনিল মালো, সাধারণ সম্পাদক সমরেশ কুমার মালো, সমাজসেবক স্বপন কুমার দে প্রমুখ।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন