কালীগঞ্জে নাকফুল দিয়ে নারীদের ভোট প্রার্থনা

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি 
২৭ নভেম্বর ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের কালীগঞ্জে ভোট প্রার্থনায় প্রার্থী ও সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের নাকফুল ও টাকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

এ ওয়ার্ডের মহাদেবপুরের বিউটি খাতুন জানান, শুক্রবার সকালে ফুটবল প্রতীকের প্রার্থী আমির হোসেনের ভাই সাইফুল বাড়িতে এসে তার হাতে একটি নাকফুল ও ১০০ টাকা দেন। এরপর ফুটবল মার্কায় ভোট দিতে বলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গেই নাকফুল ও টাকা ফেরত দেন।

দুর্গাপুরের প্রমীলা রানী বলেন, আমির হোসেন শুক্রবার সকালে তাকে দুটো নাকফুল দেন। তারপর বলেন, বৌদি ফুটবল মার্কায় ভোট দেবেন। তিনি নাকফুল লাগবে না জানালে মেয়েকে দিতে বলেন আমির হোসেন। গ্রামের আরও নারীকে নাকফুল দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে আমির হোসেন বলেন, প্রতিপক্ষরা এর আগেও ষড়যন্ত্র করেছে। এবারও তারা ষড়যন্ত্র করে এগুলো করেছে। কাউকে টাকা দিয়ে ভোট করব না। সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা মধুসূদন সাহা বলেন, নাকফুল দেওয়ার ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ২৮ নভেম্বর উপজেলার ১১ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন