দেশে প্রথম নির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের ঋতু
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেশে প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছে নৌকা প্রতীকের নজরুল ইসলাম সানা।
তৃতীয় লিঙ্গের এই প্রার্থীর জয়ে তার গ্রাম দাদপুরের মানুষ খুশি। ঋতু যুগান্তরকে বলেন, মানুষের ভালোবাসায় আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। প্রধানমন্ত্রী সুনজর দিলে তিনি অনেক কিছু করতে পারবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দেশে প্রথম নির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের ঋতু
দেশে প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছে নৌকা প্রতীকের নজরুল ইসলাম সানা।
তৃতীয় লিঙ্গের এই প্রার্থীর জয়ে তার গ্রাম দাদপুরের মানুষ খুশি। ঋতু যুগান্তরকে বলেন, মানুষের ভালোবাসায় আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। প্রধানমন্ত্রী সুনজর দিলে তিনি অনেক কিছু করতে পারবেন।