এক্সপ্রেস ক্যাফে যমুনা ফিউচার পার্কে
যুগান্তর প্রতিবেদন
০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিশ্বের তৃতীয় ও এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে যাত্রা করল চেইন এক্সক্লুসিভ রেস্টুরেন্ট ও কফি শপ ‘এক্সপ্রেস ক্যাফে’। পার্কের ৫ম তলায় ভোগ লাইফ স্টাইল লাউঞ্জে শুক্রবার বিকালে তা উদ্বোধন করেন যমুনা গ্রুপ ও সানোয়ারা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম।
‘এক্সপ্রেস ক্যাফে’র স্বত্বাধিকারী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জাতীয় ক্রীড়াবিদ শিরিন সুলতানা এ সময় সেখানে ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার রেহানা পারভীন। রেস্টুরেন্টটি পরিচালনা করছেন ইভান স্যামুয়েল।
অনুষ্ঠানে ক্রীড়াবিদ শিরিন সুলতানা বলেন, এখন থেকে দেশি-বিদেশি কফিপ্রেমীরা জনপ্রিয় নানা ব্র্যান্ডের কফি পাবেন যমুনা ফিউচার পার্কের ভোগ লাইফ স্টাইল লাউঞ্জে। এ শপে এক্সপ্রেসো, অ্যামেরিকানো, ল্যাতে, হ্যাজেলনাট, ফ্লোভারড ল্যাতে, ফ্র্যাপে, রেডিমেট স্টারবাকস কফি পাওয়া যাবে। এ ছাড়া যে কোনো তাজা ফলের জুস মিলবে। পাওয়া যাবে পটেটো ওয়েজেস, কোল্ড র্যাপস, কেক, ডেজার্ট, স্যান্ডউইচ ইত্যাদি নানা মুখরোচক খাবার।
শিরিন সুলতানা আরও বলেন, ফিউচার ফিটনেস ব্যায়ামাগারে আসা ব্যক্তিদের জন্য সকালের নাস্তা থাকবে। এসব নাস্তা তরতাজা হবে। একই সঙ্গে নিজস্ব বাগান থেকে আনা লেবু, আনারসসহ বিভিন্ন ফলমূল থাকবে শপটিতে। খামার থেকে সরাসরি আনা হবে গরুর দুধ। প্রতি মঙ্গলবার থাকবে নিজস্ব খামার থেকে এনে রান্না করা হাঁসের মাংস। চালের রুটির সঙ্গে এ মাংস পরিবেশন করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এক্সপ্রেস ক্যাফে যমুনা ফিউচার পার্কে
বিশ্বের তৃতীয় ও এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে যাত্রা করল চেইন এক্সক্লুসিভ রেস্টুরেন্ট ও কফি শপ ‘এক্সপ্রেস ক্যাফে’। পার্কের ৫ম তলায় ভোগ লাইফ স্টাইল লাউঞ্জে শুক্রবার বিকালে তা উদ্বোধন করেন যমুনা গ্রুপ ও সানোয়ারা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম।
‘এক্সপ্রেস ক্যাফে’র স্বত্বাধিকারী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জাতীয় ক্রীড়াবিদ শিরিন সুলতানা এ সময় সেখানে ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার রেহানা পারভীন। রেস্টুরেন্টটি পরিচালনা করছেন ইভান স্যামুয়েল।
অনুষ্ঠানে ক্রীড়াবিদ শিরিন সুলতানা বলেন, এখন থেকে দেশি-বিদেশি কফিপ্রেমীরা জনপ্রিয় নানা ব্র্যান্ডের কফি পাবেন যমুনা ফিউচার পার্কের ভোগ লাইফ স্টাইল লাউঞ্জে। এ শপে এক্সপ্রেসো, অ্যামেরিকানো, ল্যাতে, হ্যাজেলনাট, ফ্লোভারড ল্যাতে, ফ্র্যাপে, রেডিমেট স্টারবাকস কফি পাওয়া যাবে। এ ছাড়া যে কোনো তাজা ফলের জুস মিলবে। পাওয়া যাবে পটেটো ওয়েজেস, কোল্ড র্যাপস, কেক, ডেজার্ট, স্যান্ডউইচ ইত্যাদি নানা মুখরোচক খাবার।
শিরিন সুলতানা আরও বলেন, ফিউচার ফিটনেস ব্যায়ামাগারে আসা ব্যক্তিদের জন্য সকালের নাস্তা থাকবে। এসব নাস্তা তরতাজা হবে। একই সঙ্গে নিজস্ব বাগান থেকে আনা লেবু, আনারসসহ বিভিন্ন ফলমূল থাকবে শপটিতে। খামার থেকে সরাসরি আনা হবে গরুর দুধ। প্রতি মঙ্গলবার থাকবে নিজস্ব খামার থেকে এনে রান্না করা হাঁসের মাংস। চালের রুটির সঙ্গে এ মাংস পরিবেশন করা হবে।