নারায়ণগঞ্জে ভোটযুদ্ধে ৩৬ নারী প্রার্থী
ফ্যাক্টর হতে পারে করোনাকালে ভূমিকা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন ৩৬ নারী প্রার্থী। এদের মধ্যে ৩৪ জন ৯টি সংরক্ষিত ওয়ার্ডে এবং বাকি দু’জন সরাসরি সাধারণ ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। এবার নারী কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখরিত ছিল নাসিকের বিভিন্ন ওয়ার্ড। শুক্রবার প্রচারণার শেষ দিনেও নিজ নিজ ওয়ার্ডের এ প্রান্ত থেকে ও-প্রান্ত চষে বেড়িয়েছেন তারা। এবার নারী কাউন্সিলর নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তা হলো-করোনা মহামারিকালে প্রার্থীদের কর্মকাণ্ড। ভোটাররা বলছেন, নারী কাউন্সিলর আমরা এমন কাউকেই নির্বাচিত করব যারা করোনাকালে সাধারণ মানুষের পাশে ছিলেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ১০, ১১, ১২নং (সংরক্ষিত-৪) ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র (৩) মিনোয়ারা বেগম মিনু। তিনি সাবেক পৌরসভা আমলেও সংরক্ষিত কাউন্সিলর ছিলেন। এবার নিয়ে তিনি ৪র্থবার নেমেছেন ভোটযুদ্ধে। তার প্রতীক মোবাইল ফোন। এ সংরক্ষিত ওয়ার্ডে তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন নুপুর বেগম (আনারস) ও মৌসুমী ভুইয়া (চশমা)।
নগরীর ১৩, ১৪ ও ১৫নং (সংরক্ষিত-৫) ওয়ার্ডের নারী কাউন্সিলর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। এই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নী ও গতবারের পরাজিত প্রার্থী গণসংহতি আন্দোলনের পপি রানি সরকার। শারমিনের প্রতীক বই এবং পপির মোবাইল। সাধারণ ভোটাররা বলছেন, করোনাকালে শারিমন হাবিব বিন্নির ও পপি রানী সরকার দুজনই কাজ করেছেন।
নগরীর ১৬, ১৭ ও ১৮নং (সংরক্ষিত-৬) ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) আফরোজা হাসান বিভা সরাসরি সমর্থন পাচ্ছেন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর। তার প্রতীক আনারস। তবে সাধারণ ভোটাররা বলছেন তার স্বামী বিএনপি নেতা হাসান আহমেদের রাজনৈতিক কর্মকাণ্ড তার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যদিও করোনাকালে বিভা হাসান তার ওয়ার্ডে ভালো ভূমিকা রেখেছেন। তার সঙ্গে ভোটের লড়াই হবে ওই এলাকার ঐতিহ্যবাহী পরিবারের পুত্রবধূ সানজিদা জুয়েলী ভুইয়ার। তার প্রতীক বই। এ ওয়ার্ডের আরেক প্রতিদ্বন্দ্বী হলেন সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরিন। তার প্রতীক হেলিকপ্টার।
সিদ্ধিরগঞ্জের ১, ২ ও ৩নং (সংরক্ষিত-১) ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৬ নারী। তারা হলেন-বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফফর (গ্লাস), শামীম আরা লাভলী (বই), চম্পা ভূইয়া (আনারস), জিয়াসমিন আক্তার জুথি (আলমারি), আসুরা বেগম (চশমা) ও নাজমা বেগম (মোবাইল)। মাকসুদা মোজাফফর বলেন, আমি এ ওয়ার্ডে দুবারের কাউন্সিলর। সাধ্যমতো ভোটারদের পাশে ছিলাম। এবার বিজয়ী হলে অসমাপ্ত কাজগুলো শেষ করব।
৪, ৫ ও ৬নং (সংরক্ষিত-২) ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৪ নারী। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মনোয়ারা বেগম (মোবাইল ফোন), জান্নাতুল ফেরদৌস নীলা (বই), মোসা. সুমি বেগম (আনারস), ডলি আক্তার (চশমা)। ৭, ৮ ও ৯নং (সংরক্ষিত-৩) ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৬ নারী। তারা হলেন- বর্তমান কাউন্সিলর আয়শা আক্তার দিনা (চশমা), রেহানা পারভীন (আনারস), শারমিন শাকিল মেঘলা (মোবাইল), জাহানারা হাকিম (গ্লাস), মিতু রহমান (জিপ গাড়ি) ও তাসনুভা নওরীন ইসলাম (বই)।
আয়শা আক্তার দিনা বলেন, বিজয়ী হলে আমার ওয়ার্ড এলাকার দরিদ্র নারীদের হাতের কারুশিল্প, বুটিক ও টেইলারিংসহ যাবতীয় প্রশিক্ষণ ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করব।
এছাড়া নারায়ণগঞ্জ বন্দর এলাকার সংরক্ষিত ওয়ার্ড-৭ এর প্রার্থী- মায়ানুর আহমেদ (চশমা), মোসা. শারমিন ইসলাম (মোবাইল ফোন), শিউলি নওশাদ (বই), নুরুন্নাহার বেগম (আনারস)। সংরক্ষিত ওয়ার্ড-৭ এর প্রার্থী- ডলি বেগম (আনারস), শাওন অংকন (বই), শাহানাজ আক্তার ভূঁইয়া (জিপ গাড়ি)। সংরক্ষিত ওয়ার্ড-৯ এর প্রার্থী- শাহী ইফাৎ জাহান (বই), সানিয়া আক্তার (আনারস), হোসনেয়ারা (চশমা)।
নারায়ণগঞ্জে ভোটযুদ্ধে ৩৬ নারী প্রার্থী
ফ্যাক্টর হতে পারে করোনাকালে ভূমিকা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন ৩৬ নারী প্রার্থী। এদের মধ্যে ৩৪ জন ৯টি সংরক্ষিত ওয়ার্ডে এবং বাকি দু’জন সরাসরি সাধারণ ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। এবার নারী কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখরিত ছিল নাসিকের বিভিন্ন ওয়ার্ড। শুক্রবার প্রচারণার শেষ দিনেও নিজ নিজ ওয়ার্ডের এ প্রান্ত থেকে ও-প্রান্ত চষে বেড়িয়েছেন তারা। এবার নারী কাউন্সিলর নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তা হলো-করোনা মহামারিকালে প্রার্থীদের কর্মকাণ্ড। ভোটাররা বলছেন, নারী কাউন্সিলর আমরা এমন কাউকেই নির্বাচিত করব যারা করোনাকালে সাধারণ মানুষের পাশে ছিলেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ১০, ১১, ১২নং (সংরক্ষিত-৪) ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র (৩) মিনোয়ারা বেগম মিনু। তিনি সাবেক পৌরসভা আমলেও সংরক্ষিত কাউন্সিলর ছিলেন। এবার নিয়ে তিনি ৪র্থবার নেমেছেন ভোটযুদ্ধে। তার প্রতীক মোবাইল ফোন। এ সংরক্ষিত ওয়ার্ডে তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন নুপুর বেগম (আনারস) ও মৌসুমী ভুইয়া (চশমা)।
নগরীর ১৩, ১৪ ও ১৫নং (সংরক্ষিত-৫) ওয়ার্ডের নারী কাউন্সিলর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। এই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নী ও গতবারের পরাজিত প্রার্থী গণসংহতি আন্দোলনের পপি রানি সরকার। শারমিনের প্রতীক বই এবং পপির মোবাইল। সাধারণ ভোটাররা বলছেন, করোনাকালে শারিমন হাবিব বিন্নির ও পপি রানী সরকার দুজনই কাজ করেছেন।
নগরীর ১৬, ১৭ ও ১৮নং (সংরক্ষিত-৬) ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) আফরোজা হাসান বিভা সরাসরি সমর্থন পাচ্ছেন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর। তার প্রতীক আনারস। তবে সাধারণ ভোটাররা বলছেন তার স্বামী বিএনপি নেতা হাসান আহমেদের রাজনৈতিক কর্মকাণ্ড তার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যদিও করোনাকালে বিভা হাসান তার ওয়ার্ডে ভালো ভূমিকা রেখেছেন। তার সঙ্গে ভোটের লড়াই হবে ওই এলাকার ঐতিহ্যবাহী পরিবারের পুত্রবধূ সানজিদা জুয়েলী ভুইয়ার। তার প্রতীক বই। এ ওয়ার্ডের আরেক প্রতিদ্বন্দ্বী হলেন সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরিন। তার প্রতীক হেলিকপ্টার।
সিদ্ধিরগঞ্জের ১, ২ ও ৩নং (সংরক্ষিত-১) ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৬ নারী। তারা হলেন-বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফফর (গ্লাস), শামীম আরা লাভলী (বই), চম্পা ভূইয়া (আনারস), জিয়াসমিন আক্তার জুথি (আলমারি), আসুরা বেগম (চশমা) ও নাজমা বেগম (মোবাইল)। মাকসুদা মোজাফফর বলেন, আমি এ ওয়ার্ডে দুবারের কাউন্সিলর। সাধ্যমতো ভোটারদের পাশে ছিলাম। এবার বিজয়ী হলে অসমাপ্ত কাজগুলো শেষ করব।
৪, ৫ ও ৬নং (সংরক্ষিত-২) ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৪ নারী। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মনোয়ারা বেগম (মোবাইল ফোন), জান্নাতুল ফেরদৌস নীলা (বই), মোসা. সুমি বেগম (আনারস), ডলি আক্তার (চশমা)। ৭, ৮ ও ৯নং (সংরক্ষিত-৩) ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ৬ নারী। তারা হলেন- বর্তমান কাউন্সিলর আয়শা আক্তার দিনা (চশমা), রেহানা পারভীন (আনারস), শারমিন শাকিল মেঘলা (মোবাইল), জাহানারা হাকিম (গ্লাস), মিতু রহমান (জিপ গাড়ি) ও তাসনুভা নওরীন ইসলাম (বই)।
আয়শা আক্তার দিনা বলেন, বিজয়ী হলে আমার ওয়ার্ড এলাকার দরিদ্র নারীদের হাতের কারুশিল্প, বুটিক ও টেইলারিংসহ যাবতীয় প্রশিক্ষণ ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করব।
এছাড়া নারায়ণগঞ্জ বন্দর এলাকার সংরক্ষিত ওয়ার্ড-৭ এর প্রার্থী- মায়ানুর আহমেদ (চশমা), মোসা. শারমিন ইসলাম (মোবাইল ফোন), শিউলি নওশাদ (বই), নুরুন্নাহার বেগম (আনারস)। সংরক্ষিত ওয়ার্ড-৭ এর প্রার্থী- ডলি বেগম (আনারস), শাওন অংকন (বই), শাহানাজ আক্তার ভূঁইয়া (জিপ গাড়ি)। সংরক্ষিত ওয়ার্ড-৯ এর প্রার্থী- শাহী ইফাৎ জাহান (বই), সানিয়া আক্তার (আনারস), হোসনেয়ারা (চশমা)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023