কেমন মেয়র চাই

সর্বজনীন প্রার্থী মেয়র হোক সেটাই চাই: ভবানী শঙ্কর রায়

 নারায়ণগঞ্জ প্রতিনিধি 
১৫ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি ভবানী শঙ্কর রায় বলেছেন, নাসিক নির্বাচনে এমন প্রার্থী জয়ী হোক যিনি সর্বজনীন। এ নির্বাচনে মেয়র পদে দলীয় ও স্বতন্ত্র উভয় ধরনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যখন কেউ মেয়র নির্বাচিত হয়ে যাবেন, তখন তিনি জনগণের মেয়র বলে বিবেচিত হবেন- সেই মানসিকতা থাকতে হবে। দলমত, বর্ণগোত্রের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করবেন এমন উদার মন আছে-এমন প্রার্থী জয়ী হোক, সেটাই চাইব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে যারা মেয়র প্রার্থী হয়েছেন তাদের মধ্যেই এমন ব্যক্তি আছেন, যিনি সর্বজনীন হয়ে কাজ করার মতো গুণাবলী রয়েছে।

ভবানী শঙ্কর বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের কাছে মানুষের অনেক প্রত্যাশা। যিনি মেয়র হবেন তার কাছে প্রথম প্রত্যাশা হবে শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করার পদক্ষেপ নেওয়া। নারায়ণগঞ্জ শহরে যানজটে নাকাল শহরবাসী। লাইসেন্স ছাড়া যত্রতত্র যানবাহন চলছে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। নগরীতে সুপেয় পানির সংকট আছে। অনেক এলাকায় পানির লাইন নেই। আগে ঢাকা ওয়াসার অধীনে পানি ব্যবস্থাপনা ছিল। এখন তা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীনে রয়েছে। যিনি মেয়র নির্বাচিত হবেন তিনি সব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে পানির লাইন বসাবেন, সুপেয় পানির ব্যবস্থা করবেন-সেই প্রত্যাশা রয়েছে জনগণের।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন