না.গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সব কমিটি বিলুপ্ত
নৌকার পক্ষে কাজ না করার অভিযোগ
যুগান্তর প্রতিবেদন
১৭ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। রোববার বিকালে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের অন্তর্ভুক্ত সদর থানা, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা কমিটি ও মহানগরের অন্তর্গত ২৭ টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসবক লীগ।
জানতে চাইলে রোবাবার সন্ধ্যায় আফজালুর রহমান বাবু যুগান্তরকে বলেন, সংগঠন করতে হলে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা অবশ্যই মানতে হবে। শেখ হাসিনার নির্দেশ এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রের নির্দেশনা থাকা সত্ত্বেও যারা নৌকার পক্ষে মাঠে নামেনি তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কমিটি বিলুপ্ত করা হয়েছে। তিনি আরও জানান, ভোটের দিন সকালে একজন নেতার খোঁজ করলে তাকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। অর্থাৎ নৌকার প্রতি এবং দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ দেখা যায়নি। ভবিষ্যতে যারাই এমন করবে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। যদিও পরবর্তী সময়ে তাদের নির্বাচনি প্রচারে নিয়মিত থাকতে দেখা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নৌকার পক্ষে কাজ না করার অভিযোগ
না.গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সব কমিটি বিলুপ্ত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। রোববার বিকালে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের অন্তর্ভুক্ত সদর থানা, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা কমিটি ও মহানগরের অন্তর্গত ২৭ টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসবক লীগ।
জানতে চাইলে রোবাবার সন্ধ্যায় আফজালুর রহমান বাবু যুগান্তরকে বলেন, সংগঠন করতে হলে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা অবশ্যই মানতে হবে। শেখ হাসিনার নির্দেশ এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রের নির্দেশনা থাকা সত্ত্বেও যারা নৌকার পক্ষে মাঠে নামেনি তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কমিটি বিলুপ্ত করা হয়েছে। তিনি আরও জানান, ভোটের দিন সকালে একজন নেতার খোঁজ করলে তাকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। অর্থাৎ নৌকার প্রতি এবং দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ দেখা যায়নি। ভবিষ্যতে যারাই এমন করবে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। যদিও পরবর্তী সময়ে তাদের নির্বাচনি প্রচারে নিয়মিত থাকতে দেখা গেছে।