চট্টগ্রাম আ.লীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক
যুগান্তর প্রতিবেদন
১৭ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
তৃণমূল সম্মেলন নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতাদের মধ্যে সৃষ্ট দূরত্ব কমাতে তাদের ঢাকায় ডেকে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৈঠকে উপস্থিত ছিলেন-দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এম আব্দুল লতিফ, সহ-সভাপতি খোরশেদ আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী, মহানগরের যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, যুগ্ম সম্পাদক বদিউল আলম প্রমুখ।
বৈঠক প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, চট্টগ্রাম মহানগরে শতাধিক ইউনিট সম্মেলন হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে মহানগরের নেতাদের সমন্বয়ে ৬ জন করে নিয়ে ১৪টি সাংগঠনিক টিম করা হবে। তারা সম্মেলন হওয়া ইউনিটগুলোতে কোনো বিচ্যুতি থাকলে তার রিপোর্ট মহানগর কমিটি ও আমাদের কাছে দেবে এবং ইউনিটগুলোর সম্মেলন গতিশীল করতে কাজ করবে। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমরা ঘর গোছানো অংশ হিসাবে ধারাবাহিক বৈঠক করছি। চট্টগ্রামের নেতাদের মধ্যে কিছুটা সমস্যা ছিল, সেগুলো নিরসনের জন্য এ বৈঠক করেছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রাম আ.লীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক
তৃণমূল সম্মেলন নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতাদের মধ্যে সৃষ্ট দূরত্ব কমাতে তাদের ঢাকায় ডেকে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৈঠকে উপস্থিত ছিলেন-দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এম আব্দুল লতিফ, সহ-সভাপতি খোরশেদ আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী, মহানগরের যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, যুগ্ম সম্পাদক বদিউল আলম প্রমুখ।
বৈঠক প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, চট্টগ্রাম মহানগরে শতাধিক ইউনিট সম্মেলন হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে মহানগরের নেতাদের সমন্বয়ে ৬ জন করে নিয়ে ১৪টি সাংগঠনিক টিম করা হবে। তারা সম্মেলন হওয়া ইউনিটগুলোতে কোনো বিচ্যুতি থাকলে তার রিপোর্ট মহানগর কমিটি ও আমাদের কাছে দেবে এবং ইউনিটগুলোর সম্মেলন গতিশীল করতে কাজ করবে। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমরা ঘর গোছানো অংশ হিসাবে ধারাবাহিক বৈঠক করছি। চট্টগ্রামের নেতাদের মধ্যে কিছুটা সমস্যা ছিল, সেগুলো নিরসনের জন্য এ বৈঠক করেছি।