এখন গেট দিয়ে সিআরবি অবরুদ্ধ করার ষড়যন্ত্র: নাগরিক সমাজ
চট্টগ্রাম ব্যুরো
১৯ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও সবুজে ঘেরা চট্টগ্রামের উন্মুক্ত স্থান সিআরবি এলাকাটি অবরুদ্ধ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রাম। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, শতবর্ষী গাছ ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের অপচেষ্টা করা হচ্ছে। এখন সিআরবির তিনটি প্রবেশ পথে গেট নির্মাণ করে সিআরবি এলাকায় সব যানবাহন ও সর্বসাধারণের চলাচল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ে। চট্টগ্রামবাসী তাদের এমন আচরণ কখনোই মেনে নেবে না।
সোমবার রাতে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের এক সভা অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিবৃতিতে নেতারা বলেন, নগরবাসীর শ্বাস নেওয়ার অন্যতম প্রাকৃতিক উন্মুক্ত স্থান সিআরবি এলাকাটি হেরিটেজ ঘোষিত। চট্টগ্রামের ফুসফুস সিআরবি নগরবাসীর বিনোদনের অন্যতম প্রধান স্থান। এখানে উন্মুক্ত মঞ্চে বাঙালির পহেলা বৈশাখ থেকে শুরু করে বছরজুড়ে কোনো না কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিসেবী, পরিবেশবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রামবাসীর মতামতকে উপেক্ষা করে রেলওয়ের এ ধরনের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এমন জনপ্রিয় উন্মুক্ত স্থানে সর্বসাধারণের প্রবেশাধিকার সংকুচিত করে অবরুদ্ধ করার এই ষড়যন্ত্র চট্টগ্রামবাসী কোনো ভাবেই মেনে নেবে না।
সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, সংস্কৃতি সংগঠক আবৃত্তিকার প্রণব চৌধুরী, সাংবাদিক ঋত্বিক নয়ন, প্রীতম দাশ, আমিনুল ইসলাম মুন্না, দিলরুবা খানম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মানবাধিকার কর্মী মোরশেদ আলম, সৈয়দ নাফিজ উদ্দিন, জাইদিদ মাহমুদ, শাহজাহান সাজু প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এখন গেট দিয়ে সিআরবি অবরুদ্ধ করার ষড়যন্ত্র: নাগরিক সমাজ
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও সবুজে ঘেরা চট্টগ্রামের উন্মুক্ত স্থান সিআরবি এলাকাটি অবরুদ্ধ করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রাম। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, শতবর্ষী গাছ ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের অপচেষ্টা করা হচ্ছে। এখন সিআরবির তিনটি প্রবেশ পথে গেট নির্মাণ করে সিআরবি এলাকায় সব যানবাহন ও সর্বসাধারণের চলাচল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ে। চট্টগ্রামবাসী তাদের এমন আচরণ কখনোই মেনে নেবে না।
সোমবার রাতে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের এক সভা অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিবৃতিতে নেতারা বলেন, নগরবাসীর শ্বাস নেওয়ার অন্যতম প্রাকৃতিক উন্মুক্ত স্থান সিআরবি এলাকাটি হেরিটেজ ঘোষিত। চট্টগ্রামের ফুসফুস সিআরবি নগরবাসীর বিনোদনের অন্যতম প্রধান স্থান। এখানে উন্মুক্ত মঞ্চে বাঙালির পহেলা বৈশাখ থেকে শুরু করে বছরজুড়ে কোনো না কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিসেবী, পরিবেশবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রামবাসীর মতামতকে উপেক্ষা করে রেলওয়ের এ ধরনের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এমন জনপ্রিয় উন্মুক্ত স্থানে সর্বসাধারণের প্রবেশাধিকার সংকুচিত করে অবরুদ্ধ করার এই ষড়যন্ত্র চট্টগ্রামবাসী কোনো ভাবেই মেনে নেবে না।
সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, সংস্কৃতি সংগঠক আবৃত্তিকার প্রণব চৌধুরী, সাংবাদিক ঋত্বিক নয়ন, প্রীতম দাশ, আমিনুল ইসলাম মুন্না, দিলরুবা খানম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মানবাধিকার কর্মী মোরশেদ আলম, সৈয়দ নাফিজ উদ্দিন, জাইদিদ মাহমুদ, শাহজাহান সাজু প্রমুখ।