জাবিতে মানববন্ধন ও শাবি ভিসির কুশপুত্তলিকা দাহ
জাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিন আহমেদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাবির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে বুধবার দুপুরে এ মানববন্ধন শেষে তারা শাবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে অংশ নিয়ে সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক শিক্ষার্থী বলেন, একটা দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদে বসে আছেন একজন নিকৃষ্ট মানসিকতার লোক। তাদের কারণেই দেশ আজ মেয়েদের জন্য নিরাপদ না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েরা এতটাই নিরাপদ যে, যেকোনো সময়েই নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন। এটা আমাদের জন্য গর্বের। এরকম পরিবেশ সারা দেশেই থাকা উচিত।
এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবি উপাচার্য ফরিদ উদ্দিনের একটি বক্তব্য ভাইরাল হয়। বক্তব্যের এক পর্যায়ে জাবির নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। এর প্রতিবাদে জাবির সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করেন। এই মন্তব্যের প্রতিবাদে সবাই শাবি উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাবিতে মানববন্ধন ও শাবি ভিসির কুশপুত্তলিকা দাহ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিন আহমেদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাবির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে বুধবার দুপুরে এ মানববন্ধন শেষে তারা শাবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে অংশ নিয়ে সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক শিক্ষার্থী বলেন, একটা দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদে বসে আছেন একজন নিকৃষ্ট মানসিকতার লোক। তাদের কারণেই দেশ আজ মেয়েদের জন্য নিরাপদ না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েরা এতটাই নিরাপদ যে, যেকোনো সময়েই নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন। এটা আমাদের জন্য গর্বের। এরকম পরিবেশ সারা দেশেই থাকা উচিত।
এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবি উপাচার্য ফরিদ উদ্দিনের একটি বক্তব্য ভাইরাল হয়। বক্তব্যের এক পর্যায়ে জাবির নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। এর প্রতিবাদে জাবির সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করেন। এই মন্তব্যের প্রতিবাদে সবাই শাবি উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।