কথা না শুনলে গুমের হুমকি যুবলীগ নেতার
বেতাগী ইউপি সদস্যকে মারধর
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়নে ইউপি সদস্য ইউসুফকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজীর বিরুদ্ধে। শনিবার রাতে স্থানীয় গড়িয়াবুনিয়া বাজারে পুরাতন ইউপি ভবনের সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকালে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেতাগী থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন ৬নং ওয়ার্ডের এই ইউপি সদস্য। কথামতো কাজ না করলে খুনের পর লাশ গুম করারও হুমকি দিয়েছেন জুয়েল গাজী।
এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজী বলেন, ইউপি সদস্যের সঙ্গে আমার তর্কবিতর্ক হয়েছে। আমি তাকে মারধর করতে যাব কেন। সম্পূর্ণ অভিযোগ তার মনগড়া।
জানা যায়, ইউপি কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালায় যুবলীগ নেতা জুয়েল গাজী। গাড়ি থামিয়ে তাকে মারধর ও হেনস্তা করা হয়। এ সময় তার কথামতো কাজ না করলে খুনের পর লাশ গুম করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন। বেতাগী থানার ওসি মো. শাহআলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, একজন ইউপি সদস্যের সঙ্গে এমন আচরণ অশোভনীয়। থানা পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
হামলার শিকার ইউসুফ বলেন, যুবলীগ সম্পাদক জুয়েল গাজী বেতাগী পৌর মেয়রের মামা হওয়ায় ক্ষমতার দাপটে এলাকায় যা খুশি তাই করেন। আমাকে মারধর এবং জামাকাপড়ও ছিঁড়ে ফেলেছেন। প্রাণনাশের হুমকিও দিয়েছেন। আমি প্রথমে স্থানীয়ভাবে মীমাংসা করতে চেয়েছি। কিন্তু তার হুমকিধমকির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ইউপি সদস্য হয়েও আমি নিরাপদবোধ করছি না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বেতাগী ইউপি সদস্যকে মারধর
কথা না শুনলে গুমের হুমকি যুবলীগ নেতার
বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়নে ইউপি সদস্য ইউসুফকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজীর বিরুদ্ধে। শনিবার রাতে স্থানীয় গড়িয়াবুনিয়া বাজারে পুরাতন ইউপি ভবনের সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকালে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেতাগী থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন ৬নং ওয়ার্ডের এই ইউপি সদস্য। কথামতো কাজ না করলে খুনের পর লাশ গুম করারও হুমকি দিয়েছেন জুয়েল গাজী।
এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজী বলেন, ইউপি সদস্যের সঙ্গে আমার তর্কবিতর্ক হয়েছে। আমি তাকে মারধর করতে যাব কেন। সম্পূর্ণ অভিযোগ তার মনগড়া।
জানা যায়, ইউপি কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালায় যুবলীগ নেতা জুয়েল গাজী। গাড়ি থামিয়ে তাকে মারধর ও হেনস্তা করা হয়। এ সময় তার কথামতো কাজ না করলে খুনের পর লাশ গুম করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন। বেতাগী থানার ওসি মো. শাহআলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, একজন ইউপি সদস্যের সঙ্গে এমন আচরণ অশোভনীয়। থানা পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
হামলার শিকার ইউসুফ বলেন, যুবলীগ সম্পাদক জুয়েল গাজী বেতাগী পৌর মেয়রের মামা হওয়ায় ক্ষমতার দাপটে এলাকায় যা খুশি তাই করেন। আমাকে মারধর এবং জামাকাপড়ও ছিঁড়ে ফেলেছেন। প্রাণনাশের হুমকিও দিয়েছেন। আমি প্রথমে স্থানীয়ভাবে মীমাংসা করতে চেয়েছি। কিন্তু তার হুমকিধমকির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ইউপি সদস্য হয়েও আমি নিরাপদবোধ করছি না।