৯৪তম অস্কারের শর্ট লিস্টে বাংলাদেশের ‘দ্য গ্রেভ’
যুগান্তর ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের ছবি হিসাবে প্রথমবারের মতো অস্কারের ৯৪তম আসরে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে গাজী রাকায়েত পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দ্য গ্রেভ’। বাংলাদেশের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ইংরেজি ছবি এটি। ২৭৬টি শর্ট লিস্টেড ছবির মধ্যে স্থান পেয়েছে ছবিটি।
বৃহস্পতিবার অস্কার কর্তৃপক্ষ এ বছরের নির্বাচিত ২৭৬টি ফিচার ছবির নাম ঘোষণা করেছে। এই তালিকায় স্থান করে নিয়েছে ‘বিয়িং দ্য রিচার্ডোস’, ‘বেলফাস্ট’, ‘কাম অন কাম অন’, ‘ক্যান্ডিম্যান’, ‘কোডা’, ‘ডিউন’, ‘এনচ্যান্টো’, ‘হাউজ অব গুচি’, ‘নাইটমেয়ার অ্যালে’, ‘প্যারালেল মাদার্স’, ‘দ্য পাওয়ার অব ডগ’, ‘অ্যা কোয়াইট প্লেস পার্ট টু’, ‘স্পেন্সার’, ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ ও ‘ওয়েস্ট সাইড স্টোরি। এসব নামিদামি ছবির সঙ্গেই আছে বাংলাদেশের ‘দ্য গ্রেভ’। ২৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত পর্বের মনোনয়নের জন্য ভোটগ্রহণ শুরু হবে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোট। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা জানিয়ে দেওয়া হবে। আগামী ২৭ মার্চ ৯৪তম অস্কার অনুষ্ঠিত হওয়ার কথা। এ বছর হলিউডের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটার ভেন্যুতে ফিরে আসবে অস্কার। ২০২১ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মুক্তিপ্রাপ্ত সেরা সিনেমাগুলোকে সম্মানীত করতে আয়োজন হচ্ছে অস্কার ২০২২-এর। বাংলাদেশের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘দ্য গ্রেভ’। বাংলা ভার্সনের নাম ‘গোর’। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। অন্যদিকে ইংরেজি ভার্সনে তৈরি ‘দ্য গ্রেভ’ হলিউডের প্রেক্ষাগৃহ ছাড়াও আমেরিকান একাধিক ওটিটি প্লাটফর্মেও মুক্তি পেয়েছে।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘দ্য গ্রেভ’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ করেছেন গাজী রাকায়েত। বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, শামীমা তুষ্টি, মৌসুমী হামিদ, সুষমা সরকার প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৯৪তম অস্কারের শর্ট লিস্টে বাংলাদেশের ‘দ্য গ্রেভ’
বাংলাদেশের ছবি হিসাবে প্রথমবারের মতো অস্কারের ৯৪তম আসরে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে গাজী রাকায়েত পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দ্য গ্রেভ’। বাংলাদেশের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ইংরেজি ছবি এটি। ২৭৬টি শর্ট লিস্টেড ছবির মধ্যে স্থান পেয়েছে ছবিটি।
বৃহস্পতিবার অস্কার কর্তৃপক্ষ এ বছরের নির্বাচিত ২৭৬টি ফিচার ছবির নাম ঘোষণা করেছে। এই তালিকায় স্থান করে নিয়েছে ‘বিয়িং দ্য রিচার্ডোস’, ‘বেলফাস্ট’, ‘কাম অন কাম অন’, ‘ক্যান্ডিম্যান’, ‘কোডা’, ‘ডিউন’, ‘এনচ্যান্টো’, ‘হাউজ অব গুচি’, ‘নাইটমেয়ার অ্যালে’, ‘প্যারালেল মাদার্স’, ‘দ্য পাওয়ার অব ডগ’, ‘অ্যা কোয়াইট প্লেস পার্ট টু’, ‘স্পেন্সার’, ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ ও ‘ওয়েস্ট সাইড স্টোরি। এসব নামিদামি ছবির সঙ্গেই আছে বাংলাদেশের ‘দ্য গ্রেভ’। ২৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত পর্বের মনোনয়নের জন্য ভোটগ্রহণ শুরু হবে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোট। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা জানিয়ে দেওয়া হবে। আগামী ২৭ মার্চ ৯৪তম অস্কার অনুষ্ঠিত হওয়ার কথা। এ বছর হলিউডের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটার ভেন্যুতে ফিরে আসবে অস্কার। ২০২১ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মুক্তিপ্রাপ্ত সেরা সিনেমাগুলোকে সম্মানীত করতে আয়োজন হচ্ছে অস্কার ২০২২-এর। বাংলাদেশের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘দ্য গ্রেভ’। বাংলা ভার্সনের নাম ‘গোর’। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। অন্যদিকে ইংরেজি ভার্সনে তৈরি ‘দ্য গ্রেভ’ হলিউডের প্রেক্ষাগৃহ ছাড়াও আমেরিকান একাধিক ওটিটি প্লাটফর্মেও মুক্তি পেয়েছে।
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ফরিদুর রেজা সাগর প্রযোজিত ‘দ্য গ্রেভ’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ করেছেন গাজী রাকায়েত। বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, শামীমা তুষ্টি, মৌসুমী হামিদ, সুষমা সরকার প্রমুখ।