ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন কাল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মজিদ সভাপতি নির্বাচিত
ঝিনাইদহ প্রতিনিধি
২৭ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল। ১৫ জুন সদর পৌরসভার নির্বাচন। যে কারণে দলটির জেলা শহরে সম্মেলন করার অনুমতি মেলেনি। সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা শহর থেকে অন্তত ১০ কিলোমিটার পশ্চিমে ডাকবাংলা ডিগ্রি কলেজ মাঠে। প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ ২০১৬ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এরপর ২০১৯ সালের আগস্টে তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই থেকে দলটি আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছে।
আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য সচিব আব্দুল মজিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আগামীকাল শনিবার নির্বাচিত সভাপতি হিসাবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দবির হোসেন। সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ বিশ্বাস পৌর বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করে জেলা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। বসে নেই সাবেক যুবদল নেতা জাহিদুজ্জামান মনা ও সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম। কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরছেন তারাও। সাংগঠনিক সম্পাদক পদের সাবেক ছাত্রনেতা শাহজাহান আলী ও সাজেদুর রহমান পাপ্পু লড়ছেন।
সূত্র মতে, গোপন ব্যালটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হবে। এক হাজার দশজন দলীয় কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন তারা।
সংবাদ সম্মেলন : আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটে ভোটগ্রহণ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হতে হবে। বৃহস্পতিবার বেলা ১টায় ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন। আগামীকাল ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সার্বিক প্রস্তুতির বিষয় তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন কাল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মজিদ সভাপতি নির্বাচিত
ঝিনাইদহ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল। ১৫ জুন সদর পৌরসভার নির্বাচন। যে কারণে দলটির জেলা শহরে সম্মেলন করার অনুমতি মেলেনি। সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা শহর থেকে অন্তত ১০ কিলোমিটার পশ্চিমে ডাকবাংলা ডিগ্রি কলেজ মাঠে। প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ ২০১৬ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এরপর ২০১৯ সালের আগস্টে তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই থেকে দলটি আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছে।
আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য সচিব আব্দুল মজিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আগামীকাল শনিবার নির্বাচিত সভাপতি হিসাবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দবির হোসেন। সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ বিশ্বাস পৌর বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করে জেলা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। বসে নেই সাবেক যুবদল নেতা জাহিদুজ্জামান মনা ও সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম। কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরছেন তারাও। সাংগঠনিক সম্পাদক পদের সাবেক ছাত্রনেতা শাহজাহান আলী ও সাজেদুর রহমান পাপ্পু লড়ছেন।
সূত্র মতে, গোপন ব্যালটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হবে। এক হাজার দশজন দলীয় কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন তারা।
সংবাদ সম্মেলন : আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটে ভোটগ্রহণ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হতে হবে। বৃহস্পতিবার বেলা ১টায় ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন। আগামীকাল ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সার্বিক প্রস্তুতির বিষয় তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।