চট্টগ্রামে দুই ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
অপহরণ ও হত্যাচেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
২৮ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
অফিসে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগে সন্ত্রাসী দুই ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রেশন অফিসের কর্মচারী (নকলনবিশ) মো. শফি। নগরীর কোতোয়ালি থানায় ১৬ জুন এ মামলা করা হলেও আসামিদের কেউ গ্রেফতার হয়নি। গ্রামে বাড়ি নির্মাণে চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামি দুই ভাই হচ্ছেন-রেজাউল করিম ওরফে কানা করিম (৩০) ও নুরুল আজিম বাচা ওরফে ইয়াবা বাচা (২৬)। এ ছাড়া এনামুল করিম, গিয়াস উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন আসামি রয়েছে।
জানা যায়, চাঁদাবাজদের ভয়ে অন্তত এক বছর গ্রামছাড়া ছিলেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার অফিসের কর্মচারী মো. শফি। পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসায় তার গ্রামের বাড়ি। গ্রামে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে তিনি চাঁদাবাজদের হুমকি-ধমকি ও হামলার শিকার হন। চাঁদা না দেওয়ায় বাড়ির কাজের লোকদের বিভিন্ন সময় মারধরে কাজ বন্ধ করে দেন তারা। এসব ঘটনায় একাধিক জিডিও করেন শফি। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির যুগান্তরকে বলেন, রেজিস্ট্রেশন অফিস কর্মচারীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অপহরণ ও হত্যাচেষ্টা
চট্টগ্রামে দুই ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
অফিসে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগে সন্ত্রাসী দুই ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রেশন অফিসের কর্মচারী (নকলনবিশ) মো. শফি। নগরীর কোতোয়ালি থানায় ১৬ জুন এ মামলা করা হলেও আসামিদের কেউ গ্রেফতার হয়নি। গ্রামে বাড়ি নির্মাণে চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামি দুই ভাই হচ্ছেন-রেজাউল করিম ওরফে কানা করিম (৩০) ও নুরুল আজিম বাচা ওরফে ইয়াবা বাচা (২৬)। এ ছাড়া এনামুল করিম, গিয়াস উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন আসামি রয়েছে।
জানা যায়, চাঁদাবাজদের ভয়ে অন্তত এক বছর গ্রামছাড়া ছিলেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার অফিসের কর্মচারী মো. শফি। পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসায় তার গ্রামের বাড়ি। গ্রামে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে তিনি চাঁদাবাজদের হুমকি-ধমকি ও হামলার শিকার হন। চাঁদা না দেওয়ায় বাড়ির কাজের লোকদের বিভিন্ন সময় মারধরে কাজ বন্ধ করে দেন তারা। এসব ঘটনায় একাধিক জিডিও করেন শফি। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির যুগান্তরকে বলেন, রেজিস্ট্রেশন অফিস কর্মচারীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।