রামেক হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের কোমরে রশি
প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী ও যশোর ব্যুরো
২৮ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র দেখার পরে ছবি তোলায় ওষুধ কোম্পানির ৫ রিপ্রেজেন্টেটিভকে (বিক্রয় প্রতিনিধি) কোমরে রশি বাঁধার ঘটনায় জড়িত আনসার সদস্যদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা হাসপাতালের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করেন। তারা বলেন, কোমরে দড়ি বাঁধায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি থেকে এর সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের বিচার দাবি করা হয়। এ সময় বক্তব্য দেন ফারিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল খান প্রমুখ।
বক্তারা বলেন, রোববার সকালে বহির্বিভাগের সামনে ওষুধ কোম্পানির ৫ বিক্রয় প্রতিনিধি চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থাপত্র চেয়ে নিয়ে ছবি তুলছিলেন। আনসার সদস্যরা বাধা দিলে উভয়পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই ৫ প্রতিনিধিকে আটক করেন আনসার সদস্যরা। এরপর তাদের কোমরে দড়ি বেঁধে রাস্তার পাশে একটি গাছে বেঁধে রাখা হয়। পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানির কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। এ ব্যাপারে জানতে চাইলে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, রিপ্রেজেন্টেটিভরা ব্যবস্থাপত্র দেখার নামে রোগীদের হয়রানি করেন। তাদের নিষেধ করার পরও হাসপাতাল চত্বরে এসে একই কাজ করেন। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আনসার সদস্যরা কয়েকজনকে ধরে আটকে রেখেছিল। কিন্তু কোমরে দড়ি বাঁধার বিষয়টি আমার জানা নেই।
যশোরে সমাবেশ : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে ওষুধ কোম্পানি প্রতিনিধিকে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার দুপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) যশোর জেলা শাখার আয়োজনে শহরের ভৈরব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ হয়। দুই ঘণ্টাব্যাপী এই সমাবেশে শতাধিক বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিচার দাবি করেন বক্তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রতিবাদে মানববন্ধন
রামেক হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের কোমরে রশি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র দেখার পরে ছবি তোলায় ওষুধ কোম্পানির ৫ রিপ্রেজেন্টেটিভকে (বিক্রয় প্রতিনিধি) কোমরে রশি বাঁধার ঘটনায় জড়িত আনসার সদস্যদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা হাসপাতালের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করেন। তারা বলেন, কোমরে দড়ি বাঁধায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি থেকে এর সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের বিচার দাবি করা হয়। এ সময় বক্তব্য দেন ফারিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল খান প্রমুখ।
বক্তারা বলেন, রোববার সকালে বহির্বিভাগের সামনে ওষুধ কোম্পানির ৫ বিক্রয় প্রতিনিধি চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থাপত্র চেয়ে নিয়ে ছবি তুলছিলেন। আনসার সদস্যরা বাধা দিলে উভয়পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই ৫ প্রতিনিধিকে আটক করেন আনসার সদস্যরা। এরপর তাদের কোমরে দড়ি বেঁধে রাস্তার পাশে একটি গাছে বেঁধে রাখা হয়। পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানির কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। এ ব্যাপারে জানতে চাইলে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, রিপ্রেজেন্টেটিভরা ব্যবস্থাপত্র দেখার নামে রোগীদের হয়রানি করেন। তাদের নিষেধ করার পরও হাসপাতাল চত্বরে এসে একই কাজ করেন। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আনসার সদস্যরা কয়েকজনকে ধরে আটকে রেখেছিল। কিন্তু কোমরে দড়ি বাঁধার বিষয়টি আমার জানা নেই।
যশোরে সমাবেশ : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে ওষুধ কোম্পানি প্রতিনিধিকে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার দুপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) যশোর জেলা শাখার আয়োজনে শহরের ভৈরব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ হয়। দুই ঘণ্টাব্যাপী এই সমাবেশে শতাধিক বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিচার দাবি করেন বক্তারা।